Geography, asked by rabinparamanik5, 7 months ago

foot-loose শিল্প কাকে বলে। please answear bengali

Answers

Answered by s1266aakansha782696
1

Answer:

The Answer is given here

Explanation:

বিশুদ্ধ কাচামাল নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে পরিবহণ ব্যয়ের গুরুত্ব অপেক্ষাকৃত কম হওয়ায় শিল্পকেন্দ্রগুলি যেমন উৎস অঞ্চলে গড়ে উঠতে পারে, তেমনই অন্যান্য সুযোগ সুবিধাহেতু দূরবর্তী কোনো স্থানেও সাবলীলভাবে গড়ে উঠতে পারে । তাই এইপ্রকার শিল্পগুলি শিকড় আলগা শিল্প (Footloose Industry) নামে পরিচিত ।

কার্পাস বস্ত্রবয়ন শিল্পের প্রধান কাচামাল হলো কার্পাস তন্তু, প্রকৃতিগত দিক থেকে যা একটি বিশুদ্ধ কাচামাল । কাচামাল হিসেবে শিল্পে ব্যবহৃত কার্পাস তন্তুর ওজনগত পরিমান এবং উৎপাদিত শিল্পদ্রব্যের ওজনগত পরিমান প্রায় একই হয় । যে কারণে এই শিল্প শিকড় আলগা শিল্পের স্বকীয়তা বজায় রেখে শুধুমাত্র কাচামাল কেন্দ্রেই সীমাবদ্ধ না থেকে বাজারসহ অন্যান্য সুযোগ সুবিধার উপর ভিত্তি করে যত্রতত্র গড়ে উঠতে পারে । তাই কার্পাস বস্ত্রবয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় ।

উল্লেখ্য, কার্পাস বস্ত্রবয়ন শিল্পের এই বিশেষ স্বকীয়তার কারণেই প্রাকস্বাধীনতা সময়ে তা কেবল পশ্চিম ভারতে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে ক্রমশ তা দক্ষিণ ভারতসহ ভারতের অন্যান্য স্থানে সাফল্যের সাথে প্রসার লাভ করেছে ।

Similar questions