football world cup 2018 paragraph in bengali
Answers
Answered by
10
মিঠুন ভৌমিক
১৯৩০ সাল থেকে আরম্ভ হয়েছে ফুটবল বিশ্বকাপ। তবে শুরুরও তো শুরু থাকে। এ প্রতিযোগিতার ক্ষেত্রে সেটা অতীব রোমাঞ্চকর। প্রতিযোগিতামূলক ফুটবল বলতে তার আগে ছিল অলিম্পিক, যা শুধুই অপেশাদারদের জন্য। ১৯০৮ থেকে শুরু হয়ে অলিম্পিক, ফুটবল যখন বেশ কৌলীন্য পেয়ে গেছে তখন দানা বাঁধতে শুরু করে স্রেফ ফুটবলের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার ভাবনা।
প্রথমদিকের অলিম্পিক খেলত শুধু গ্রেট ব্রিটেন এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। আরও পরে ক্রমশ ইউরোপের অন্য দেশগুলো খেলতে শুরু করে। ১৯২৪ সালে প্রথম খেলতে এল উরুগুয়ে, এবং এসেই পরপর ৫ ম্যাচে ২০ গোল করে সোনা জিতে ফেলল। প্রবল অহংকারী ব্রিটিশ ফুটবল মহল তার আগে অবধি দক্ষিণ আমেরিকান ফুটবলকে খুবই হেয় করে এসেছে। এই তুমুল পারফরম্যান্সে সে মনোভাব একেবারেই উধাও হয়ে যায়।
well i am not bengali but i hope it helps
mark as brainliest
১৯৩০ সাল থেকে আরম্ভ হয়েছে ফুটবল বিশ্বকাপ। তবে শুরুরও তো শুরু থাকে। এ প্রতিযোগিতার ক্ষেত্রে সেটা অতীব রোমাঞ্চকর। প্রতিযোগিতামূলক ফুটবল বলতে তার আগে ছিল অলিম্পিক, যা শুধুই অপেশাদারদের জন্য। ১৯০৮ থেকে শুরু হয়ে অলিম্পিক, ফুটবল যখন বেশ কৌলীন্য পেয়ে গেছে তখন দানা বাঁধতে শুরু করে স্রেফ ফুটবলের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার ভাবনা।
প্রথমদিকের অলিম্পিক খেলত শুধু গ্রেট ব্রিটেন এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। আরও পরে ক্রমশ ইউরোপের অন্য দেশগুলো খেলতে শুরু করে। ১৯২৪ সালে প্রথম খেলতে এল উরুগুয়ে, এবং এসেই পরপর ৫ ম্যাচে ২০ গোল করে সোনা জিতে ফেলল। প্রবল অহংকারী ব্রিটিশ ফুটবল মহল তার আগে অবধি দক্ষিণ আমেরিকান ফুটবলকে খুবই হেয় করে এসেছে। এই তুমুল পারফরম্যান্সে সে মনোভাব একেবারেই উধাও হয়ে যায়।
well i am not bengali but i hope it helps
mark as brainliest
Similar questions
English,
7 months ago
English,
7 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago