India Languages, asked by PramitBasuSLB, 9 months ago

ব্যাখ্যা কর "বাড়িতে পুলিশ ডেকে আনা আর মাস্টার ডেকে আনা সমান" From chapter Lalu(লালু) Bengali ICSE​

Answers

Answered by Anonymous
4

উদ্ধৃত অংশের ব্যাখ্যা হলো নিম্নরুপ -

  • উদ্ধৃত অংশটি বিখ্যাত কথা-সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
  • গল্পের প্রধান চরিত্র অর্থাৎ লেখকেরই বাল্যকালের এক বন্ধু যার নাম কিনা লালু, সে অত্যন্তই দুরন্ত ছিল।
  • লালুর দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তার মা এবং বাবা। ছেলের বাড়বাড়ন্ত রোখার জন্য, লালুর বাবা মা সিদ্ধান্ত নিয়েছিল, যে লালুর জন্য একটি মাস্টার (অর্থাৎ, গৃহশিক্ষক) নিয়োগ করা হবে। গৃহশিক্ষক প্রতিদিন এসে লালুকে পড়াবে, এবং তাতে করে লালু উপদ্রব করার সময়টুকুই পাবে না।
  • লালুর কাছে এই মাস্টার আসা এবং পুলিশ আসা সমার্থক। কারণ, পুলিশ যেমন অপরাধীদের কড়া উপায়ে নিয়ন্ত্রণে রাখে, তেমনই গৃহ শিক্ষক নিযুক্ত হলে লালুও গৃহশিক্ষকের কড়া ব্যবস্থাপনায় যারপরনাই সমস্যায় পড়বে এবং তার দস্যিপনার শেষ ঘনিয়ে আসবে।
  • পুলিশ দ্বারা অপরাধীদের দমন, এবং গৃহশিক্ষকের দ্বারা লালুর দস্যিপনা দমন, এই দুটি বিষয়ের মধ্যে যে ভাবমূলক অভিন্নতা রয়েছে, তার জন্যই লালু প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছিল।
Similar questions