Geography, asked by sabanaazmin58, 1 month ago

geography chader poribes somporke chondro obhijankari doler obhigotar biboron dao​

Answers

Answered by satamil0505
0

Answer:

চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের যে অভিজ্ঞতার লবিবরণ পাওয়া যায় টা হল - তারা স্পেসসুট পরে থাকে।যেহেতু চাদে হওয়া নেয় তাই নিঃশ্বাস নেওয়া যায় না সেই জন্য স্পেসসুট এ হওয়া ভরা থাকে।কোথাও গাছপালা নেই এবড়োখেবড়ো জমি, ছোট-বড় পাথর, গোল গোল বিশালাকৃতির গর্ত, ধূসর ধুলোর চারিদিক সূর্যের আলো পৌঁছাতে পারে না তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগ মত দেখায়।দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করে। একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী প্রকণ্ড সাদা আর নীল গোলকের মতো।এখানে একদিন জেতেবপুরও দুই সপ্তাহ কেটে যায়।সূর্যের তাপে পথন ভীষণ গরম হয়ে ওঠে তাপমাত্রা প্রায় ১১৭° হয় আবার রাত ও চলে দু সপ্তাহ ধরে।তখন ভীষণ ঠান্ডা তাপমাত্রা প্রায় হিমাঙ্কের ১৫০° সে. নীচে নেমে যায়।আর বায়ু শূন্য জায়গায় শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তাই একে অপরের কথা শোনা যায়না,ইশারায় বা রেডিওর মাধ্যমে কথা বলতে হয়।

Explanation:

hope it helps you :)) mark as brainliest (•‿•)

Similar questions