কী কী কাজে GPS ব্যবহৃত হয় ?
পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে কী ঘটনা ঘটবে।
বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন?
Answers
Answer:
please tell me the English language and hindi language I don't understand sorry
◆ যদি পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হয় তাহলে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটবে-
১)দিন-রাত্রি সংঘটন-নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার জন্য পৃথিবীতে পর্যায়ক্রমে দিন-রাত্রি সংঘটিত হয়।নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে তা সূর্যের আলোয় আলোকিত হয় এবং সেখানে হয় দিন। আবার এর ঠিক বিপরীত অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে সেখানে হয় রাত্রি।কিন্তু পৃথিবী যদি নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হয় তাহলে পৃথিবীর এক চির আলোকিত এবং আরেকদিক চির অন্ধকারাচ্ছন্ন থাকবে, পৃথিবীতে পর্যায়ক্রমে দিনরাত্রি সংঘটিত হবে না।
২)নিয়ত বায়ুপ্রবাহের গতি বিক্ষেপ-পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠে নিয়ত বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে। অর্থাৎ বায়ু সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়।কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে পৃথিবীপৃষ্ঠে নিয়ত বায়ু প্রবাহের গতি বিক্ষেপের ঘটনা না ঘটে তা সরাসরি সমচাপরেখার সমকোণে উত্তর-দক্ষিণে প্রবাহিত হবে। Future Point
৩)সমুদ্র স্রোতের দিক পরিবর্তন-পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে নিয়ত বায়ু প্রবাহের মতো পৃথিবীপৃষ্ঠে সমুদ্র স্রোতেরও দিক পরিবর্তন ঘটে। এক্ষেত্রে সমুদ্রস্রোতগুলিও উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়।কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত নাা হলে পৃথিবীপৃষ্ঠে সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের ঘটনা ঘটতো না। সমুদ্রস্রোত উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকেে বেঁকে সোজাসুজি প্রবাহিত হতো।
৪)জোয়ার-ভাটা সৃষ্টি-প্রধানত চাঁদের আকর্ষণে পৃথিবীতে দিনে দুইবার জোয়ার-ভাটা সৃষ্টি হয়। পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে যে স্থান যে সময়ে চাঁদের সামনে আসে তখন সেখানকার জলরাশি ফুলে ওঠে ও জোয়ার সৃষ্টি হয় এবং তার সমকোণে অবস্থিত সমুুদ্রের জলরাশি জোয়ারের টানে সরে যাওয়ার কারণে সেখানে ভাটার সৃষ্টি হয়।কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে এই রকম নিয়মিতভাবে পৃথিবী পৃষ্ঠে জোয়ার-ভাটা সৃষ্টির ঘটনা ঘটত নাা। Future Point
৫)বায়ু চাপ বলয় সৃষ্টি-পৃথিবীতে মোট ৭ টি স্থায়ী বায়ুচাপ বলয় আছে। এইসব বায়ুচাপ বলয় সৃষ্টির ক্ষেত্রে আবর্তন গতির পরোক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। যেমন-আবর্তন গতির প্রভাবে বায়ুপ্রবাহ বিক্ষিপ্ত হয়ে নিরক্ষীয় অঞ্চলে, সুমেরুবৃত্ত ও কুমেরু বৃত্তের সন্নিকটে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে এবং কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা, সুমেরু ও কুমেরু বিন্দুর সন্নিকটে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে।কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে এইসব স্থায়ী বায়ুচাপ বলয় সৃষ্টি বাধাপ্রাপ্ত হবে।
৬)উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি-পৃথিবীর নিজের অক্ষের চারদিকে আবর্তিত হওয়ার কারণে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি সম্ভব হয়েছে। কারণ আবর্তন গতির জন্য পৃথিবীতে দিনরাত্রি হয়, যা উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে। কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে পৃথিবীর সূর্যের সম্মুখের অংশ চির আলোকিত এবং পৃথিবীর সূর্যের বিপরীত দিকের অংশ চির অন্ধকারাচ্ছন্ন থাকবে। ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর জন্ম ও বৃদ্ধি সম্ভবনা বিনষ্ট হবে।
◆ বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কারণ, লোভের আতিশয্যে ও প্রয়োজনের বিপুলতায় মানুষ জীবাশ্মনির্ভর (fossil fuel) জ্বালানির অতিব্যবহার করে ফেলেছে ৷ ফলে বায়ুদূষণ হয়েছে মারাত্মক ৷ ভূ-রাজনৈতিক সমীকরণও নির্ধারিত হচ্ছে কোন দেশের কত এরূপ জ্বালানির ভাণ্ডার আছে ৷ এ নিয়ে প্রচলিত উপায়ে ও রাজনৈতিকভাবে টানাপড়েন অব্যাহত ৷ সর্বোপরি এই ধরনের জ্বালানির ভাণ্ডার অতি সত্বর শেষ হয়ে যাবে ৷ তাই অপ্রচলিত, অমিতভাণ্ডার ও নবায়নযোগ্য (renewable) শক্তির উৎসের অন্বেষণ ও তার ব্যবহারের বিপুল চেষ্টা আজ জগৎজুড়ে ৷