History, asked by xxprincexx25, 7 months ago

GPS কী ? এর ব্যবহার লেখ ।
(Answer in Bengali plz)​

Answers

Answered by Anonymous
157

Answer :-

মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠে কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময় অর্থাৎ উক্ত স্থানের অবস্থান নির্ণয় এর ব্যবহৃত প্রযুক্তিকে Global Positioning System বা সংক্ষেপে GPS বলে ।

ব্যবহার :- নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে GPS ব্যবহার করা হয় —

(১) যান চলাচলে :- ট্রেন, বিমান, জাহাজ, এমনকি ছোট যানবাহনগুলিতেও GPS ব্যবহার করা হয় । GPS-এর সাহায্যে যানটি কোথায় আছে তা সহজেই জানা যায় ।

(২) গন্তব্যস্থলে পৌঁছানোর সময় নির্ণয়ে :- GPS থাকলে বর্তমানে জানতে কোথায় আছে তা জানা যায় । যানটির গতিবেগ হিসাব করে গন্তব্যস্থলে অপেক্ষমান ব্যক্তিকে কখন পৌঁছোবে তা বলা যায় ।

(৩) উদ্ধারকার্যে :- GPS প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা যায় । তাই দ্রুততার সাথে উদ্ধারকার্য সম্পন্ন হয় এবং ত্রাণ পৌঁছে দেওয়ার সহজ হয় ।

(৪) অপরাধ দমনে :- GPS-এর সাহায্যে মোবাইল ফোনের অবস্থান থেকে অপরাধীদের ধরা যায় । অপরাধ দমনের GPS উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ।

____________________________________________________

অতিরিক্ত তথ্য :-

GPS-এর মূল দুটি অংশ (১) পৃথিবীকে প্রদক্ষিণরত ২৪ টি কৃত্রিম উপগ্রহ, (২) কৃত্রিম উপগ্রহের সিগন্যাল বা সংকেত থেকে তথ্য সংগ্রহকারী GPS রিসিভার বা গ্রাহক যন্ত্র । ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার কিলোমিটার ওপরে ৬টি নির্দিষ্ট কক্ষপথে ২৪টি কৃত্রিম উপগ্রহ প্রতি ২৪ ঘণ্টায় দুবার করে পৃথিবীর আবর্তন করছে ।

____________________________________________________

____________________________________________________

জেনে রেখো :-

GPS প্রযুক্তির উদ্ভাবন হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নিজস্ব প্রয়োজনে ১৯৭০ সালে । এই প্রযুক্তি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ১৮৮৯ সাল থেকে । আমেরিকা যুক্তরাষ্ট্রের NAVSTAR GPS বর্তমানে সকলের ব্যবহারযোগ্য GPS ব্যবস্থা । বর্তমানে শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র নয় রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন আরও পরবর্তী সময়ে ভারতেও এই ব্যবস্থা গড়ে উঠেছে । রাশিয়ায় GPS ব্যবস্থার নাম GLONASS GPS । ইউরোপীয় ইউনিয়নের GPS ব্যবস্থার নাম GALILEO GPS । ভারতের GPS ব্যবস্থার নাম Indian Regional Navigation Satellite System বা IRNSS GPS

____________________________________________________

Similar questions