History, asked by Abhigyan3679, 8 months ago

Grambarta prokasika potrikar udasho ki chilo (bangali )

Answers

Answered by samirmandal9910
0

Answer:

গ্রামীণ সাংবাদিকতা :- গ্রামীণ সংবাদ পরিবেশন করাই ছিল তার লক্ষ্য। গ্রামের পথে পথে ঘুরে ঘুরে যে সমস্ত সংবাদ তিনি সংগ্রহ করতেন তা এই পত্রিকাতে প্রকাশিত হত। এভাবেই তিনি হয়ে ওঠেন গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ।

গ্রামবার্তা প্রকাশিকায় তৎকালীন সমাজচিত্র : গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা থেকে সমসাময়িককালের সমাজ সম্পর্কে জানা যায়।

সমাজে নারীদের অবস্থাঃ- ‘গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা থেকে সমাজে নারীদের দুরবস্থা সম্পর্কে জানা যায়। এক শ্রেণির প্রগতিশীল মানুষ নারীশিক্ষার প্রসারে সচেষ্ট ছিলেন। নারীশিক্ষার প্রসারে গ্রামবার্ত্তা প্রকাশিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

জমিদারদের অত্যাচার :- এই পত্রিকা থেকে জমিদার, জোতদার, মহাজনদের চরম অত্যাচার, নির্যাতন ও শোষণের কথা জানা যায়। চড়া হারে রাজস্ব, বাড়তি রাজস্ব, কারণে-অকারণে জমি থেকে উচ্ছেদ, ইত্যাদির কথা তুলে ধরেন।

মহাজনদের শোষণ:- গ্রামের অসহায় মানুষ কীভাবে চড়া সুদে ঋণ গ্রহণ করে সর্বস্বান্ত হচ্ছিল তা এই পত্রিকা থেকে জানা যায়।

নীলকরদের অত্যচার :- চাষিদের কীভাবে নীলচাষে বাধ্য করা হত, অল্প দামে বিক্রি করতে বাধ্য করা হত, চাষিরা কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল সেকথা জানা যায়।

শিক্ষাপ্রসার :- সেসময় নিরক্ষর মানুষের সংখ্যা ছিল প্রচুর। এর মধ্যে নারীশিক্ষার হার ছিল অত্যন্ত কম, প্রায় ছিল না বললেই চলে। পত্রিকায় শিক্ষা প্রসার বিশেষত নারীশিক্ষা প্রসারের উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন লেখা প্রকাশিত হয়।

বুদ্ধিজীবীদের সমর্থন :- এই পত্রিকা বুদ্ধিজীবী মহলে খুব দ্রুত স্থান করে নেয়। মীর মুশারফ হোসেন, জলধর সেন প্রমুখ এখানে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন।

Similar questions