Hindi, asked by pradipsarksr691, 5 hours ago

তোমার গল্প আমি ছাপিয়ে দেব ৷ ('তোমার' ও 'গল্প' কী কারক ও বিভক্তি লেখ ) বাংলা grammar​

Answers

Answered by annie13kls
0

Answer:

আমারও same প্রশ্ন ছিল। কারক বিভক্তিতে আমার problem হয়। Practice করলে পারি

Answered by Agastya0606
0

বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম জাতীয় পদের যে সম্পর্ক , তাকে কারক বলে ।

তোমার গল্প আমি ছাপিয়ে দেব।

  • এই বাক্যের মূল ক্রিয়া "দেব" কে "কার" দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ''তোমার'' , তাই ইহা হল নিমিত্ত কারক।
  • এই বাক্যের মূল ক্রিয়া "দেব" কে "কি" দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ''গল্প'' , তাই ইহা হল কর্ম কারক।

বিভক্তি হল একপ্রকার গুচ্ছ বর্ণ ,যা এক শব্দের সাথে অপর শব্দের সম্পর্ক তৈরি করে।

তোমার গল্প আমি ছাপিয়ে দেব।

  • এই বাক্যে "গল্প" এ কোনও বিভক্তি নেই , মানে শুন্য বিভক্তি ।
  • এই বাক্যে "তোমার" হল "র" মানে ষষ্ঠী বিভক্তি রয়েছে।

#SPJ3

Similar questions