CBSE BOARD XII, asked by gunadharmaity0, 8 months ago

কন্যা > কইন্যা > কনে—এ ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন্ রীতি অনুসৃত হয়েছে?​

Answers

Answered by roymilan752
34

Answer:

অভিশ্রুতি রীতি অনুসৃত হয়েছে।

Answered by payalchatterje
0

Answer:

এ ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের অভিশ্রুতি রীতি অনুসৃত হয়েছে|

শব্দের মধ্যে ধ্বনি পরিবর্তন সাধারণত চার রকম ভাবে ঘটে। সেগুলি হল—(১) ধ্বনির আগম (২) ধ্বনির লোপ (৩) ধ্বনির রূপান্তর (৪) ধ্বনির স্থানান্তর। (১) ধ্বনির আগম: ধ্বনির আগম বলতে শব্দে যে বাড়তি ধ্বনির আগমন ঘটে তাকেই বোঝায়। ধ্বনির আগম দু'রকমের হয়—স্বরধ্বনির আগম ও ব্যঞ্জনধ্বনি রাগম|

ধ্বনি পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ

দেশি > দিশি, কুয়া > কুয়ো, বিলাতি > বিলিতি, উনান > উনুন, রামু > রেমো, গিলে > গেলে, শুন > শোনো, গফুর > গোফুর, অতি > ওতি

অভিশ্রুতি : অপিনিহিতি জাত ই কার বা ও কার এক বিশেষ সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে তার রূপের যে পরিবর্তন ঘটায়, স্বরধ্বনির সেই পরিবর্তনকেই অভিশ্রুতি বলে।

যেমন,আজি – আইজ→ আজ,

মাতৃকা— মাইয়া — মেয়ে।

Similar questions