India Languages, asked by steve412009, 2 months ago

তোমার অঞ্চলে একটি গ্রন্থাগার স্থাপনের আবেনে জানিয়ে কর্তৃপক্ষের কাছে পত্র লেখো।




guys tommorow my exam please help me fast as you can . ​

Answers

Answered by graj68988
8

আমি যেখানে থাকি সেখানে দূরবর্তী স্থানের কোনও পাবলিক লাইব্রেরি নেই। আমাকে লাইব্রেরিতে অনেকদূর যেতে হবে। অতএব, আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে এই অঞ্চলে কমপক্ষে একটি পাবলিক লাইব্রেরি খুলুন। যদি এটি ঘটে তবে আমার মতো আরও অনেকে উপকৃত হবেন।

Answered by Subhranil360
1

Explanation:

প্রতি,

প্রধান শিক্ষক মহাশয়,

নেতাজী বিদ্যমন্দির

গয়েশপুর, নদীয়া

বিষয় – বার্ষিক পত্রিকা প্রকাশের জন্য আবেদনপত্র

মাননীয় মহাশয়,

আমার বিনীত নিবেদন এই যে আমাদের বিদ্যালয়টি পঠন-পাঠন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় জেলার প্রথম সারির বিদ্যালয়গুলির মধ্যে জায়গা করে নিয়েছে। কিন্তু আমাদের স্কুলের কোন বার্ষিক পত্রিকা প্রকাশ করা হয় না। পত্রিকা প্রকাশিত হলে শিক্ষার্থীরা নিজেদের লেখালিখি প্রকাশ করে তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। তাছাড়া এতে আমাদের বিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে।

সুতরাং, আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে আমাদের বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা হলে আপনার কাছে আমরা সকল শিক্ষার্থী চিরকৃতজ্ঞ থাকব।

তারিখ–৯ ই সেপ্টেম্বর, ২০২১ আপনার একান্ত অনুগত ছাত্র,

স্থান – গয়েশপুর, নদীয়া। (নিজের নাম)

শ্রেণী-

বিভাগ-

রোল নং-

Similar questions