Biology, asked by sukdebdaswbp, 7 months ago

সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা জানাই। (happy bijayadasami) ​

Answers

Answered by bishnumohantypuri2
1

Answer:

এই সময় ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে পুজো শেষ! চার দিনের আনন্দপর্বে আজই ইতি! শুভ বিজয়া! মনখারাপ সকলের! অপেক্ষা আবার একটা বছরের। তবে এবার পুজোয় সকলে হয়তো ভালো করে ঠাকুর দেখতে পারেননি! কারণটা অবশ্যই করোনা। ভার্চুয়ালিই অনেকে দুর্গাপুজোটা দেখেছেন। আনন্দও উপভোগ করেছেন ভার্চুয়ালিই। তাহলে আর বিজয়ায় কোলাকুলি করতে গিয়ে বিপদ বাড়িয়ে লাভ কী! সেটাও ভার্চুয়ালিই সেরে ফেলুন না। রিস্ক নেবেন প্লিজ! বাড়িতে বসেই টুক করে সেরে ফেলুন বিজয়া। প্রিয়জন, বন্ধুবান্ধব আর কাছের মানুষ-কে WhatsApp বা Facebook-এই জানান শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তা।কুর কুর কুর বাজে ঢাক, কৈলাস যে দিল ডাক! শুরু হবে সিঁদুর খেলা, দেবীর যে আজ যাওয়ার পালা! বোধন থেকে বিসর্জন, ভালো রেখো মা সবার মন !অনেক স্বপ্নপূরণ করে মা চলে যান কোন সুদূরে, মায়ের আশা মায়ের যাওয়া নতুন খুশির নতুন হাওয়া! দুঃখ করে লাভ কী তবে! আসছে বছর আবার হবে!

* বিসর্জন মানে আবার আসবে ফিরে, 'খুশি' থাকুক সর্বদা তোমায় ঘিরে! দশমীর আত্মীয়তা, একটু মিষ্টিমুখে। সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই থেকো সুখে!বিসর্জনের ঘণ্টা বাজে, মা যে এবার যাওয়ার সাজে! বিসর্জনের ঘণ্টা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে! শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা!

Similar questions