Science, asked by swapnamaymandal74331, 7 months ago

অনার্দ্র hcl তড়িৎ পরিবহন করে না কিন্তু জলীয় hcl তড়িৎ পরিবহন করে কেন?​

Answers

Answered by keshavkumarjha876
11

Explanation:

এসিডের জলীয় দ্রবণ পানিতে আয়নিত হয়েছে। আর তাই এসিড জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে।

এসিড হল আয়নিক যৌগ। আর পানি হল পোলার সমযোজী যৌগ।

ফলে যেকোনো আয়নিক যৌগ কে পানিতে দ্রবীভূত করার অর্থ হচ্ছে সে যৌগটিতে আয়নিত করা। একই কথা এসিড এর ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু সকলেরই হচ্ছে আয়নিক যৌগ।

যে সকল পদার্থ আয়নিত হওয়ার মাধ্যমে তড়িৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়।

কোন এসিডকে পানিতে দ্রবীভূত করলে তথা আয়নিত করলে সেটি ধনাত্মক ও ঋণাত্মক আয়নের বিচ্ছিন্ন হয়ে যায় এবং চলাচলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় । এক্ষেত্রে সকলেরই ধনাত্মক আয়নটি হচ্ছে হাইড্রোজেন আয়ন (H+) । যেমন: সালফিউরিক এসিডকে ছবি কত করলে তা নিম্নোক্ত রূপে বিয়োজিত হয়।

H2SO4=2H++SO42−

ধন্যবাদ।

Attachments:
Answered by HITESHROY252
0

Answer:

অনার্দ্র hcl তড়িৎ পরিবহন করে না কিন্তু জলীয় hcl তড়িৎ পরিবহন করে কেন?

Similar questions