History, asked by sarkarmdnaim78, 16 days ago

জমিদার সভার প্রতিষ্ঠাতা কে ও কত সালে প্রতিষঠিত করেছে?

History Class 8​

Answers

Answered by chinchillin
10

Answer:

Zamindar Sabha was formed in 1838 by Dwarakanath Tagore, Radha Kanta Deb.

Answered by Anonymous
2

জমিদার সভার প্রতিষ্ঠাতা হলেন দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব। এই জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৩৮ সালে (১২ই নভেম্বর)।

উক্ত প্রশ্নের সাথেই আমাদের জমিদার সভা সম্পর্কিত কিছু তথ্য জানা উচিৎ।

জমিদার সভা কি?

  • জমিদার সভা হল আসলে ১৮ শতকে ভারতীয় জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত ভারতের প্রথমদিককার উল্লেখযোগ্য একটি রাজনৈতিক সংগঠন। (মূলত এই সভা/সংগঠনের রাজনৈতিক স্বার্থগুলি জমিদারদের নিজস্ব স্বার্থ)
  • তৎকালীন ভারতীয় গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিত্ব যেমন - দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব ইত্যাদি ব্যক্তিদের উদ্যোগে ১৮৩৮ সালে জমিদার সভা গঠিত হয়।
  • জমিদার সভার উদ্দেশ্যাবলী :
  1. জমিদারদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা (ব্রিটিশ রাজত্বে)।
  2. ব্রিটিশ শাসনব্যবস্থাকে তৎকালীন ভারতীয় জমিদারদের নিজেদের স্বপক্ষে নিয়ে আনা।

আরও অন্যান্য।

অতঃপর , উপরক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে এই প্রশ্নের সঠিক উত্তর - দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব (প্রতিষ্ঠাতা) এবং ১৮৩৮ সাল (প্রতিষ্ঠার সাল)।

Similar questions