History, asked by diptiti381, 9 months ago

history question রাজা লক্ষন
সেনের সাহিত্যের পরিচয় দাও​

Answers

Answered by ÚɢʟʏÐᴜᴄᴋʟɪɴɢ1
21

●লক্ষ্মণসেন (আনু. ১১৭৮-১২০৬ খ্রি) সেন বংশের তৃতীয় শাসক। বল্লালসেনের উত্তরসূরী লক্ষ্মণসেন প্রায় ২৮ বছর রাজত্ব করেন। এ পর্যন্ত আবিষ্কৃত লক্ষ্মণসেনের সময়কার লিপিসাক্ষ্য হতে তাঁর ইতিহাস পুনর্গঠন করা হয়েছে।

→লক্ষ্মণসেনের সময়ের সাক্ষ্যপ্রমাণ হতে প্রতীয়মান হয় যে, তিনি ক্ষমতায় আরোহণের পূর্বেই গৌড় ও বারাণসীর (কাশী) রাজাকে পরাজিত এবং কামরূপ ও কলিঙ্গের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। উক্ত বিজয়গুলি লক্ষ্মণসেনের যুবা বয়সে অর্জিত বলে ধারণা করা হয় এবং সম্ভবত অভিযানগুলি ছিল তাঁর পিতামহ বিজয়সেনের সময়ের। কেননা বিভিন্ন সূত্রে জানা যায় বিজয়সেন গৌড়, কলিঙ্গ, কামরূপের রাজা এবং খুব সম্ভবত কাশীর গাহাড়বাল বংশের রাজার বিরুদ্ধেও যুদ্ধে লিপ্ত ছিলেন। লক্ষ্মণসেনের লিপি সাক্ষ্য হতে দেখা যায় যে, তিনিই সেনদের মধ্যে প্রথম রাজা যিনি ‘গৌড়েশ্বর’ উপাধি ধারণ করেন। বিজয়সেন ও বল্লালসেন কারো কোন তাম্রশাসনেই এ উপাধি ধারণের উল্লেখ পাওয়া যায় না। এ কারণে যুক্তি দেওয়া হয় যে, লক্ষ্মণসেনই শেষ পর্যন্ত গৌড় পদানত করেন এবং নিজে ‘গৌড়েশ্বর’ উপাধি গ্রহণ করেন। কিন্তু এ যুক্তি একান্তই দুর্বল, কারণ বিজয়সেনের শাসনকালেই সমগ্র বাংলার উপর সেনদের আধিপত্য স্থাপিত হয়েছিল। তাছাড়া সেনদের দলিলপত্রে এমন কোন ঘটনার উল্লেখ পাওয়া যায় না যে, লক্ষ্মণসেন গৌড় পুনর্দখল করার প্রয়োজন অনুভব করেন। তদুপরি বিজয়সেন ও বল্লালসেনের শাসনকালে সেনদের দ্বারা উত্তর বাংলা দখলের বিষয়টি প্রশ্নাতীতভাবেই প্রমাণিত।

✌☺Hope it's help☺✌

Answered by mondalkrishna055
2

Answer:

গৌড়েশ্বর লক্ষ্মণ সেন (১১৭৮-১২০৬ খ্রি:) মধ্যযুগীয় বাংলার সেন রাজবংশের চতুর্থ রাজা। তিনি ১১৭৮ হতে ১২০৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত শাসন করেন। তার পূর্বসূরী ছিলেন তার পিতা বল্লাল সেন। [২]তার মন্ত্রী ছিলেন হলায়ূধ। লক্ষ্মণ সেন তার রাজত্বকে কামরূপ (বর্তমানে অসম), কলিঙ্গ (বর্তমান উড়িষ্যা), কাশী,প্রয়াগরাজ এবং দিল্লী[৩][৪] পর্যন্ত বিস্তৃত করেন। ১২০৩ খ্রীষ্টাব্দে দিল্লী সালতানাতের তুর্কী সেনা ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজীর বাহিনীর হাতে গৌড় আক্রান্ত হলে লক্ষণ সেন পূর্ব বঙ্গের মুন্সিগঞ্জের বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন। সেখানে তার পুত্ররা আরও কিছুদিন শাসন অব্যাহত রাখে।[৫] সাহিত্যেকর্মে তাঁর উৎসাহ ছিল। তিনি তার বাবা বল্লাল সেন ('দানসাগর' ও 'অদ্ভুতসাগর')-এর অসম্পূর্ণ গ্রন্থ ‘অদ্ভুত সাগর’ সমাপ্ত করেন।[৬] লক্ষণ সেন ১১১৯ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন এবং এই সালেই লক্ষণাব্দ বা লক্ষণ সম্বৎ প্রচলন করেন।[৭]

Explanation:

thank you

Similar questions