Physics, asked by pariagouranga1971, 1 month ago

জিংক ধাতুর সঙ্গে উয় ও গাঢ় HNO, যােগ করলে কী হয়, রাসায়নিক সমীকরণসহ লেখাে।​

Answers

Answered by gtanmoy146
1

Answer:

দস্তা বা জিঙ্ক -এর সংকেত— Zn পারমাণবিক সংখ্যা— 30 পারমাণবিক ভর— 65.5 যোজ্যতা— 2 ঘনত্ব —7.14 গ্রাম / সিসি গলনাঙ্ক —419.5°C স্ফুটনাঙ্ক —907°C ।

উত্স : দস্তা বা জিঙ্ক ধাতুকে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না ।

• জিঙ্কের প্রধান আকরিকগুলি হল:- [i] জিঙ্কাইট (Zincite) ZnO, [ii] ক্যালামাইন (Calamine) ZnCO3, [iii] জিঙ্কব্লেন্ড (Zincblend) ZnS ।

• জিঙ্কব্লেন্ড (ZnS) আকরিক থেকে ধাতব জিঙ্ক নিষ্কাশন করা হয় । জিঙ্কব্লেন্ড জিঙ্কের প্রধান আকরিক । ভারতের রাজস্থান, বিহার, পাঞ্জাব ও তামিলনাড়ুতে জিঙ্কব্লেন্ড পাওয়া যায় ।

রাসায়নিক ধর্ম

[১] বায়ুর সঙ্গে বিক্রিয়া [Reaction with air ]:-

[i] শুষ্ক বায়ুর সঙ্গে দস্তা বা জিঙ্ক কোনো বিক্রিয়া করে না ।

[ii] আর্দ্র বায়ুতে দীর্ঘ সময় ধরে রেখে দিলে দস্তার উপর ক্ষারীয় জিঙ্ক কার্বনেটের [ ZnCO3, 3Zn(OH)2] সাদা আস্তরণ পড়ে । ফলে দস্তার স্বাভাবিক ধাতব উজ্জ্বলতা নষ্ট হয় ।

Similar questions