Math, asked by sweetymodhu994, 6 months ago

. (i) কোনাে মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক
সুদের হার নির্ণয় করাে।​

Answers

Answered by Anonymous
98

Answer:

মূলধন 70000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%|

Step-by-step explanation:

Given :-

  • কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা।

To find :-

  • মূলধন ও বার্ষিক সুদের হার।

Solution :-

ধরি,

  • মূলধন = p
  • বার্ষিক সুদের হার ‌= r%

আমরা জানি,

★সরল সুদ ={\boxed{\sf{\dfrac{ptr}{100}}}}

অতএব,

সরল সুদ = \sf{\dfrac{p\times\:2\times\:r}{100}} টাকা

→ সরল সুদ = pr/50 টাকা

প্রশ্নানুযায়ী, (1st case)

pr/50 = 8400

→ pr = 420000.............(i)

আমরা জানি,

★ চক্রবৃদ্ধি সুদ={\boxed{\sf{p\bigg(1+\dfrac{r}{100}\bigg)^n-p}}}

অতএব,

চক্রবৃদ্ধি সুদ = \sf{p\bigg(1+\dfrac{r}{100}\bigg)^2-p} টাকা

→ চক্রবৃদ্ধি সুদ = \sf{p\{(1+\dfrac{r}{100})^2-1\}} টাকা

→ চক্রবৃদ্ধি সুদ = \sf{p\{(1+\dfrac{r}{100}+1)(1+\dfrac{r}{100}-1)\}} টাকা

→ চক্রবৃদ্ধি সুদ = \sf{(\dfrac{200+r}{100})\times(\dfrac{pr}{100})} টাকা

→ চক্রবৃদ্ধি সুদ = \sf{(\dfrac{200+r}{100})\times(\dfrac{420000}{100})} টাকা

→চক্রবৃদ্ধি সুদ = 42(200+r) টাকা

প্রশ্নানুযায়ী, (2nd case)

42(200+r) = 8652

→ 200+r = 206

→ r = 206-200

→ r = 6

সুতরাং বার্ষিক সরল সুদের হার 6% |

এখন 1 নং সমীকরণে r = 6 বসিয়ে পাই,

pr = 420000

→ p × 6 = 420000

→ p = 70000

সুতরাং মূলধন 70000 টাকা |


EliteSoul: Great one :D
Anonymous: Thank you :D
Answered by Anonymous
73

দেওয়া আছে :-

  • কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা।

খুঁজতে হবে :-

  • মূলধন ও বার্ষিক সুদের হার ।

সমাধান :-

ধরা যাক,

  • মূলধন = p
  • বার্ষিক সুদের হার ‌= r%

আমরা জানি,

সরল সুদ ={{\sf{\dfrac{ptr}{100}}}}

অতএব,

সরল সুদ = \sf{\dfrac{p\times\:2\times\:r}{100}}

\implies সরল সুদ =  \sf \frac{pr}{50}   \: টাকা

প্রশ্নানুসারে, (1st case)

 \sf \frac{pr}{50} = 8400

\implies \sf pr = 420000 ----(i)

আমরা জানি,

চক্রবৃদ্ধি সুদ =  \sf p {(1 +  \frac{r}{100}) }^{n} - p

অতএব,

চক্রবৃদ্ধি সুদ = \sf{p\bigg(1+\dfrac{r}{100}\bigg)^2-p}

\implies চক্রবৃদ্ধি সুদ = \sf{p\{(1+\dfrac{r}{100})^2-1\}}

\implies চক্রবৃদ্ধি সুদ = \sf{p\{(1+\dfrac{r}{100}+1)(1+\dfrac{r}{100}-1)\}}

\implies চক্রবৃদ্ধি সুদ = \sf{(\dfrac{200+r}{100})\times(\dfrac{pr}{100})}

\implies চক্রবৃদ্ধি সুদ = \sf{(\dfrac{200+r}{100})\times(\dfrac{420000}{100})}

\implies চক্রবৃদ্ধি সুদ = \sf42(200+r) টাকা

প্রশ্নানুসারে, (2nd case)

\sf 42(200+r) = 8652

\implies \sf  200+r = 206

\implies \sf r = 206-200

\implies \sf r = 6

বার্ষিক সরল সুদের হার 6% ।

r - এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,

\sf pr = 420000

\implies \sf p × 6 = 420000

\implies \sf p = 70000

মূলধন 70000 টাকা ।

উত্তর :-

মূলধন 70000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%

Similar questions