i) আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণির আয়তক্ষেত্রের ভূমি
3) পরিসংখ্যা
b) শ্রেণি সীমানা
c) প্রসার
d) শ্রেণি দৈঘ্য।
Answers
Answer:
AARE WHAT IS THIS I CAN'T UNDERSTAND YAAR
Answer:
একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতী হবে ওই শ্রেণির পরিসংখ্যার সাথ ।
একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণির পরিসংখ্যা এবং শ্রেণির মধ্যমান দ্বারা।
আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণি সীমানা নেওয়া x অক্ষ বরাবর নেওয়া হয়।
আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণির আয়তক্ষেত্রের ভূমি হয় শ্রেণির সীমানা পর্যন্ত।
একটি আয়তলেখ বিনাস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার শ্রেণি সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে অনুভুমিক ও উল্লম্ব অক্ষ বরাবর।
Step-by-step explanation:
Step 1: প্রদত্ত প্রশ্নটিতে একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কার সাথে সমানুপাতী হবে তা লিখতে হবে।
- আয়তলেখ হলো পরস্পর সংলগ্ন একগুচ্ছ আয়তক্ষেত্র । প্রত্যেকটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুরূপ শ্রেণির পরিসংখ্যার বা পরিসংখ্যা ঘনত্বের সমানুপাতী ।
এই ক্ষেত্রে আয়তলেখ ও পরিসংখ্যা উভয়েরই ক্ষেত্রফল সমান হয়।
Step 2:একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতী হবে ওঁই শ্রেণির পরিসংখ্যার সাথে।
একটি আয়তলেখ অঙ্কনের সময় শ্রেণির সীমানা নেওয়া হয় x অক্ষ বরাবর অর্থাৎ শ্রেণি সীমানা ও পরিসংখ্যা নেওয়া হয় y অক্ষ বরাবর অর্থাৎ পরিসংখ্যা অনুযায়ী তাই আয়তলেখ বিনাস্ত তথ্যের লৈখিক প্রকাশ হবে অনুভুমিক ও উল্লম্ব অক্ষ বরাবর।
Learn more about similar questions visit:
https://brainly.in/question/48076824?referrer=searchResults
https://brainly.in/question/28536590?referrer=searchResults
#SPJ3