, মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলতে কী বােঝায়? উপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায় সারণির
গ্রুপ-I মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?
Answers
Answered by
5
Answer
সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনগুলিকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ-ঋণাত্মকতা বলে।
#$#আধুনিক পর্যায়সারনিতে বা দিক থেকে দান দিকে গেলে তড়িৎ-ঋণাত্মকতা বাড়ে। আর ওপর থেকে নিচে নামলে মৌলের তড়িৎ-ঋণাত্মকতা কমে।
সুতরাং, গ্রুপ-I এর মৌলগুলোর তড়িৎ-ঋণাত্মকতা ওপর থেকে নিচের দিকে কমতে থাকে।
Answered by
3
Explanation:
দ্বিতীয়টার উত্তর কোনো পর্যায় সারণির নীচে থেকে ওপরের দিকে যত যাওয়া যায়, তড়িৎ ঋণাত্মকতার মান তত বৃদ্ধি পায় ।
Attachments:
Similar questions