গদ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোসমাজের সঙ্গে আলোবাবু কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারলেন না কারণ
i. সমাজের রীতি-নীতি দৃষ্টিভঙ্গির সঙ্গে আলোবাবুর মানসিক দূরত্ব
ii. কারোর সঙ্গেই তাঁর বনিবনা হতো না
iii. তিনি নিজে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন
iv. তিনি সকলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করতেন
Answers
Answered by
3
সমাজের সঙ্গে আলোবাবু কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারলে না কারণ সমাজের রীতি-নীতি দৃষ্টিভঙ্গির সাথে আলোবাবুর মানসিক দূরত্ব।
- উদ্ধৃত প্রশ্নটি বনফুল রচিত আলোবাবু নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
- আলোচ্য গল্পের প্রধান চরিত্র আলোবাবুর করা এমন অনেক কাজের উদাহরণ আছে যা থেকে বোঝা যায় যে আলোবাবু দৃষ্টিভঙ্গি সমাজের বাকি সবার দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ আলাদা।
- যেমন - বদমায়েশ ছেলেটি যখন পাখির ছানাটির পায়ে দড়ি পড়িয়ে টেনে নিয়ে যাচ্ছিল তখন অন্য কেউ সেইটি দেখলে বিনা প্রতিবাদেই হয়তো সরে পড়তো কিন্তু আলোবাবু সেই ছেলেটির কাছ থেকে দুই আনা পয়সা দিয়ে পাখির ছানাটিকে কিনে এনে আবার তিনি পাখির ছানাটিকে চিকিৎসার জন্য নিয়ে গেছিলেন, আবার অবিনাশবাবুর কুকুরকে সেবা করা, অবিনাশবাবুর নিজের ছেলে আর অবিনাশবাবুর কুকুরকে দৃষ্টি আকর্ষণকারী মাত্রায় একইভাবে স্নেহ করা, তার প্রিয় ঘড়ি চুরি যাওয়ায় পর চুরি গেছে তার বদলে ঘড়িটিতে আর সঠিক সময় দম পড়বে না সেই কারণের জন্য দুঃখ পাওয়া, এই সমস্ত ঘটনা ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছিল। অন্য কোন মানুষ হলে পাখিটিকে,কুকুরছানাটিকে অবহেলা করতো, কুকুরছানার থেকে মানবশিশুটিকে বেশী প্রশয় দিত, ঘড়ি চুরি গেলে চুরি যাবার জন্যই কষ্ট পেত।
- উক্ত ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণেই আলোবাবু সমাজের সাথে খাপ খাওয়াতে পারেননি। বর্তমান সময়ে পুরো সমাজ যখন নিজের স্বার্থে নিজের তাগিদেই ব্যস্ত, তখন আলোবাবুর মতোন পরহিতাকাঙ্খী,স্নেহপরায়ণ,গুরু-তুচ্ছের ভেদাভেদ বুঝতে না পারাই তাকে এই স্বার্থপর সমাজের সাথে খাপ খাওয়াতে দেয়নি।
Similar questions
Math,
23 hours ago
Hindi,
23 hours ago
India Languages,
1 day ago
Science,
1 day ago
Social Sciences,
8 months ago
Math,
8 months ago
Math,
8 months ago