India Languages, asked by vinisaurabh3180, 1 day ago

সহায়ক পাঠ থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোগায়েবের চোখে আগুন ছুটেছিল কখন ?

i. মন্ত্রী যখন বিশ্বাসঘাতকতা করেছিলেন
ii. উপাসনা সত্ত্বেও দেবরথ না আসায়
iii. যখন বুঝলেন যবনদের সঙ্গে পরাজয় নিশ্চিত
iv. যখন বুঝলেন মায়ের মৃত্যু হয়েছে

Answers

Answered by Anonymous
1

ন্ত্রী যখন বিশ্বাসঘাতকতা করেছিলেন

ii. উপাসনা সত্ত্বেও দেবরথ না আসায়

iii. যখন বুঝলেন যবনদের সঙ্গে পরাজয় নিশ্চিত

iv. যখন বুঝলেন মায়ের মৃত্যু হয়েছে

Answered by Anonymous
0

গায়েবের চোখে আগুন ছুটেছিল যখন বুঝলেন যে মায়ের মৃত্যু হয়েছে।

  • উদ্ধৃত প্রশ্নটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শিলাদিত্য নামক গল্প (রাজকাহিনী'র প্রথম অধ্যায়)থেকে নেওয়া হয়েছে।
  • গায়েব বারংবার তাঁর মা সুভাগাকে নিজের পিতৃপরিচয় জিজ্ঞেস করছিলেন। সুভাগা জানিয়েছিলেন যে গায়েবের পিতা স্বয়ং সূর্যদেব। কিন্তু গায়েব সেই কথায় বিশ্বাস করেননি।
  • তাই গায়েবকে বিশ্বাস করানোর জন্য নিশ্চিত মৃত্যু জেনেও সুভাগা দ্বিতীয়বারের জন্য সূর্যমন্ত্র জপ করে সূর্যদেবকে ডেকেছিলেন। সূর্যদেব আসামাত্রই দুইবার সূর্যমন্ত্র ব্যবহার করার অপরাধের শাস্তিস্বরুপ সুভাগা সূর্যের তেজে ভস্মীভূত হয়ে গিয়ে মারা যান।
  • পরে ভস্মীভূত মৃতা মায়ের ছাইয়ের অবশেষ দেখে গায়েবের চোখে আগুন ছুটেছিল।
Similar questions