(i) পাই চিত্রে এক-একটি বৃত্তকলা তথ্যের এক-একটি অংশকে বােঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণে
51
কোনাে ভাগ অঙ্কে ভাজক (a + 2a -1), ভাগফল (5a- 14) এবং ভাগশেষ (35a-17) হলে, ভাজ্য কত হবে?
Answers
সমাধান
1. শুন্যস্থান পূরণ করতে হবে
পাইচিত্র একেকটি বৃত্তকলা তত্ত্বের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপ _____ হয়
2. কোনাে ভাগ অঙ্কে ভাজক ( a² + 2a - 1), ভাগফল (5a- 14) এবং ভাগশেষ (35a - 17) হলে, ভাজ্য কত হবে
উত্তর
1. আমরা জানি একটি পাইচিত্র হলো একটি বৃত্তাকার চিত্র , যা সংখ্যাসূচক অনুপাত ব্যাখ্যা করে। একটি পাইচিত্রে , প্রতিটি সেক্টরের চাপ দৈর্ঘ্য, এটি প্রতিনিধিত্ব করে পরিমাণ সমানুপাতিক
সুতরাং পাইচিত্র একেকটি বৃত্তকলা তত্ত্বের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপ সমানুপাতিক হয়।
2. কোনাে ভাগ অঙ্কে ভাজক ( a² + 2a - 1), ভাগফল (5a- 14) এবং ভাগশেষ (35a - 17)
ভাজ্য
= ভাজক × ভাগফল + ভাগশেষ
= ( a² + 2a - 1 ) × ( 5a- 14 ) + ( 35a - 17 )
= 5a³ - 14a² + 10a² - 28a - 5a + 14 + 35a - 17
= 5a³ - 4a² + 2a - 3
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
a^3–21a–20 কে উৎপাদকে বিশ্লেষণ কর
https://brainly.in/question/29098482
2. রফিকের পিতা এবং রফিকের 5 বছরের পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:11
https://brainly.in/question/30481902