History, asked by janaarpan627, 6 months ago

i) ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হল - রামমােহন রায় ।
কালীপ্রসন্ন সিংহ / ডেভিজ হেয়ার / বেথুন।
Class -X (12)​

Answers

Answered by deepandas48
0

Answer:

কালীপ্রসন্ন সিংহ

Explanation:

কালীপ্রসন্ন সিংহ  ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন। সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই হুতোম প্যাঁচার নক্‌শা। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা-সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। মাত্র উনত্রিশ বছরের জীবনে তিনি সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন। তিনি বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন। বহু বিধবা দুখিনীর জীবন পরিবর্তন এর জন্য তিনি অকাতরে দান করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রিয় পাত্র ছিলেন তিনি।

Similar questions