History, asked by arpanchatterjee603, 1 month ago

নম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুি
(i) নানকিং সন্ধির দুটি শর্ত লেখাে।
(i) AITUC কবে গঠিত হয়েছিল? অথবা, নজরানা কী
iii) ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? অথবা, বি আর আঙ্গে
iv) রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন? অথবা, সা
(v) মলে-মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়?
vi) ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?
ril) সুপ্রিমকোর্ট কবে যাপিত হয়? অথবা, অবশিল্পায়ন
ii) তাইপিং বিদ্রোহ করে এবং কোথায় হয়েছিল?
ix) কবে, কাদের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
(x) কে ব্রাহ্বসমাজ প্রতিষ্ঠা করেন? অথবা, সাঁওতাল বিয়ে
i) বেসিনের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল
til) পুণা চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

Answers

Answered by palabonybiswas
0

Answer:

সন্ধি স্বাক্ষর: আফিম যুদ্ধে ব্রিটেন চিনকে হারিয়ে দেয়। পরাজিত চিন যুদ্ধ শেষে বিজয়ী ব্রিটেনের সঙ্গে এক সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। চিনা কমিশনার চিইং (Chiying) এবং নব নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার হেনরি পট্টিনগার (Sir Henry Pottinger) -এর উদ্যোগে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত হয় নানকিং চুক্তি (২৯ আগষ্ট, ১৮৪২ খ্রি.)। এই সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে।

নানকিং সন্ধির শর্তাবলি:

[i] চিন গ্রেট ব্রিটেনকে হংকং সমর্পন করবে অর্থাৎ হংকং ইংরেজদের অধীনে আসবে।

[ii] চিন সর্বমােট ব্রিটেনকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ২১ মিলিয়ন ডলার দেবে। এই ২১ মিলিয়নের মধ্যে ১২ মিলিয়ন ডলার সামরিক খরচ বাবদ, ৬ মিলিয়ন ডলার আফিমের ক্ষতিপূরণ বাবদ এবং ৩ মিলিয়ন ডলার ব্রিটিশ বণিকদের কাছে হং বণিকদের ঋণ পরিশােধ বাবদ।

[iii] ক্যান্টন, অ্যাময়, ফুচাও, নিংপাে এবং সাংহাই-এই পাঁচটি বন্দর ইংরেজ বণিকদের জন্য উন্মুক্ত করা হবে। ওই বন্দরগুলিতে ব্রিটিশ কনসাল, ব্রিটিশ বণিকগণ এবং তাদের পরিবারের সদস্যরা বসবাস করতে পারবে।

Similar questions