Geography, asked by mdsolayman1745, 5 months ago

| i) মৃত্যু কী সহজ, কী নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।
ii) মৃত্যু নিয়ে আমি ভীত নই। কিন্তু মরার জন্য তাড়াও নেই আমার। তার আগে করার মতাে
নিরপায় ঢেউগুলি কোথায় ভাঙে? দু'ধ্যায়।
খ) “যাহা লয়ে ছিনু ভুলে" বলতে কী বোঝানাে হয়েছে? ব্যাখ্যা করাে।
গ) উদ্দীপক- - এ 'সােনার তরী' কবিতার কোন দিকটি উন্মােচিত হয়েছে? ব্যাখ্যা করাে।
ঘ) উদ্দীপক ij- এ সােনার তরী কবিতার বিপরীত ভাব প্রকাশিত হয়েছে”- মন্তব্যটি বিশ্লেষণ​

Answers

Answered by kundanpandey3103
0

Answer:

১। প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে ।২। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ।

— সমরেশ মজুমদার

 

৩। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারনে-অকারনে বদলায় ।

— মুনীর চৌধুরী

৪। আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ ।

— সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬

 

৫। আল্লাহ্‌ যদি কাউকে মারতে চান তাহলে কি তার কোনো আয়োজন করার প্রয়োজন আছে? তাহলে মরতে কিসের ভয়, একবারই তো মরতে হবে ।

— হুমায়ূন আহমেদ

৬। ভীরুরা মরার আগে বার বার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহন করে ।

— উইলিয়াম শেক্সপিয়র

 

৭। জীবনকে যেমন, মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে ।

— শহিদুল্লাহ কায়সার

Similar questions