১২. নীচের বক্তব্যগুলি পড়াে। (i) স্কুলে ফাকা শ্রেণিকক্ষে আলাে ও পাখার সুইচ বন্ধ করে রাখা। (ii) গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরােনাের আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া। (iii) প্রচলিত শক্তির ব্যবহার বাড়ানাে। (iv) দিনের বেলা রাস্তার আলাে তাতি অবশ্যই বন্ধ করে রাখা। প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেছে নাও – = (ক) (i), (iii) (খ) (ii), (iii) ও (iv) (গ) (i), (iii) ও (iv) (ঘ) (i), (ii) ও (iv)
Answers
Answered by
0
Answer:
গ) i,iii,iv is the right answer
Answered by
0
সঠিক উত্তরটি হলো গ) (I),(iii),(iv).
প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি হলো-
স্কুলে ফাকা শ্রেণিকক্ষে আলাে ও পাখার সুইচ বন্ধ করে রাখা।
(iii) প্রচলিত শক্তির ব্যবহার বাড়ানাে।
(iv) দিনের বেলা রাস্তার আলাের বাতি অবশ্যই বন্ধ করে রাখা।
এই কাজগুলির মাধ্যমে আমারা জীবনে শক্তির সংরক্ষণের এর কিছুটা ধাপ এগিয়ে যেতে পারি ।
Similar questions