গদ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করোঅবিনাশ বাবু পেশায় একজন -
i. স্বনামধন্য চিকিৎসক
ii. নামজাদা অধ্যাপক
iii. স্বনামধন্য লেখক
iv. নামজাদা উকিল
Answers
Answered by
0
অবিনাশবাবু পেশায় একজন নামজাদা উকিল।
- উদ্ধৃত প্রশ্নটি বনফুল রচিত আলোবাবু নামক গল্প থেকে সংগ্রহ করা হয়েছে।
- এখানে গল্পের প্রধান চরিত্র আলোবাবু, কথকের সাথে আলাপ হওয়ার দিনসাতেক আগে থেকে অবিনাশবাবুর বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন।
- এই অবিনাশবাবু ছিলেন এক নামজাদা উকিল আবার এই অবিনাশবাবু ছিলেন দূর সম্পর্কের ভাগ্নীর বন্ধু শ্বশুর। আলোবাবুর ওপর নিতান্ত দয়া হওয়ায় জন্যই অবিনাশবাবু আলোবাবুকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।
Similar questions