Science, asked by lamithi087, 4 months ago

৩। নিচের ছকে ছবিগুলো দেখে i ও ii) নং এর উত্তর দাও:
সরল ।
i) কোন শ্রেণির i) কীভাবে যান্ত্রিক
লিভার, যুক্তি দাও
সুবিধা বাড়ানো যায়।
€​

Answers

Answered by suddhorajkumar
0

Answer:

ুসতডসএজ্জৃজ্াডডননচঅডনজডনা

Answered by poonammishra148218
0

Answer:একটি হাতুড়ির সাধারণত দুই প্রান্ত থাকে। এক প্রান্ত দিয়ে কাঠে লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা বের করা হয়। হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করা হয়। আবার সেখানে লোহাটি থাকে তারপাশে ঠেস দিয়ে এটি উঠানো হয় যেটি ফালক্রাম হিসাবে কাজ করে। এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে। এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে বিধায় এটি প্রথম শ্রেণির লিভারের মত কাজ করে। একই কারণে রান্নার জন্য কাঠের

নাড়ানি ব্যবহার সুবিধাজনক।

Explanation:

Step:1উদ্দীপকে প্রথমে যাঁতির দুধি দেওয়া আছে। যাঁতি দ্বিতীয় শ্রেণির লিভার। দ্বিতীয় শ্রেণির লিভারে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফলক্রমে দুই প্রান্তে অবস্থান করে। অনেক সময় যাঁতি তৃতীয় শ্রেণির লিভার হিসাবেও কাজ করে।যাঁতির ক্ষেত্রে ভর (যেমন সুপারি) কে যত বেশি ফালক্রমের দিকে রাখা যাবে সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রেও ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়।

Step:2দ্বিতীয়ত, উদ্দীপকে হাতুড়ির দুধি দেওয়া আছে। হাতুড়ি তৃতীয় শ্রেণির লিভার। এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কাযকর হয়। ভর ও ফালক্রমে থাক দুই প্রান্তে। অনেক সয় এটি প্রথম শ্রেণির লিভারের মত কাজ করে।ক্লাস ৬ এর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। বিজ্ঞানের ৩য় এসাইনমেন্ট এটি। এই এসাইনমেন্টর “নিচের ছকে ছবিগুলাে (যাঁতি, হাতুড়ি) দেখে i) কোন শ্রেণির লিভার ও ii) কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানাে যায় এর উত্তর দাও” প্রশ্নটি হয়েছে একাদশ অধ্যায়: বল এবং সরল যন্ত্র (পাঠ-৩ : সরল যন্ত্র, পাঠ ৪: লিভার, পাঠ ৫-৬: লিভারের শ্রেণিবিভাগ, পাঠ ৭: হাতুড়ি, পাঠ ৮-৯: হেলানাে তল ও কপিকল) থেকে। নির্ধারিত নির্দেশাবলী অনুষরণ করে আমরা প্রশ্নটির উত্তর করার চেষ্টা করেছি। নিচের ছকে ছবিগুলাে দেখে i ও ii) নং এর উত্তরটি পড়ে ধারনা নিয়ে নিজের মতো করে এসাইনমেন্ট সম্পন্ন করুন।

Step:3নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, বেলচা, কোদাল, প্রভৃতি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ । এক চাকার হাত গাড়ি, সিপি খোলার চাবি, যাঁতি, নৌকার দাঁড়, ছিপি ছাপার যন্ত্র, প্রভৃতি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ । মানুষের বাহু, চিমটা, মাল তোলার ক্রেন, পাউরু কাটার ছুরি, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ প্রভৃতি তৃতীয় শ্রেণীর লিভার। চিমটাতে তৃতীয় শ্রেণীর দুটি লিভার একসঙ্গে কাজ করে । নীচে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা ও উদাহরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে । আলম্ব, প্রযুক্ত বল ও ভারের প্রয়োগ বিন্দুর পারস্পারিক অবস্থানের উপর নির্ভর করে লিভারকে তিন শ্রেণীতে ভাগ করা যায় । (i)  প্রথম শ্রেণীর লিভার (ii) দ্বিতীয় শ্রেণীর লিভার এবং (iii)তৃতীয় শ্রেণীর লিভার ।

To learn more about similar questions visit:

https://brainly.in/question/43044544?referrer=searchResults

https://brainly.in/question/17589590?referrer=searchResults

#SPJ3

Similar questions