India Languages, asked by parmardeep2326, 1 day ago

প্রদত্ত বিকল্পগুলি থেকে সন্ধির সঠিক উত্তরটি নির্বাচন কর:অব্জ =
i. অ +ব্জ
ii. অপ্ + জ
iii. অপ্ + জ
iv. অপ + জ

Answers

Answered by qwmagpies
0

অব্জ সন্ধি বিচ্ছেদ করলে হবে অপ্ + জ।

সঠিক উত্তর হলো ii.অপ্ + জ।

  • সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
  • সন্ধি মূলত দুই প্রকারের হয় স্বরসন্ধি ও ব্যাঞ্জনসন্ধি।
  • স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে তৈরি সন্ধিকে স্বরসন্ধি বলে।
  • স্বরধ্বনির সাথে ব্যাঞ্জনধ্বনি বা ব্যাঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যাঞ্জনধ্বনির সাথে ব্যাঞ্জনধ্বনির মিলনে তৈরি সন্ধিকে বলে।
  • অব্জর সন্ধি বিচ্ছেদ করলে দুটি শব্দ পাওয়া যায় অপ্ ও জ।
  • অব্জর সন্ধি বিচ্ছেদ হলাে অপ্ + জ।
Similar questions