I need the summary of "একাকারে" POEM by Subhas Mukhopadhayay.
Answers
Answer:
1)'জগৎজোড়া সুখ / আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাসনে / প্রার্থনা করছেন।'
ক)কোন্ কবিতায় কার লেখা?
খ)'দুনিয়া জুড়ে শান্তির জন্যে 'বলতে কবি কী বুঝিয়েছেঁ?
গ)অংশটির তাৎপর্য বিচার কর।
উত্তর: ক)আলোচ্য অংশটি 'একাকারে'কবিতায় কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ।
খ)কবির মতে বর্তমান বিশ্ব হিংসা-মারামারি, উগ্রপন্থা ও জাতপাতের ভেদাভেদে অস্থির হয়ে উঠেছে।এখানে শান্তির বড়ই অভাব।সারা বিশ্ব জুড়ে চলছে মারণ যজ্ঞ।সেই মারণ যজ্ঞতে হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে এবং মানুষের সুখ-
শান্তি বিঘ্নিত হচ্ছে ।তাই দুনিয়া জুড়ে মায়েদের ঐকান্তিক প্রার্থনা,তাদের সন্তানদের সুখ-শান্তি যেন
বিঘ্নিত না হয় ।
গ)মায়েরা জগৎজোড়া সুখ-শান্তির জন্য একাসনে বসে প্রার্থনা করছেন।মায়েরা চিরকালই সন্তানদের সুখ-শান্তি চান এবং ভালোভাবে দিনগুলি কাটে সেজন্য ভগবান বা আল্লার কাছে প্রার্থনা করেন ।সন্তানদের জীবনে কোনো দুঃখ কষ্ট নেমে না আসে,এটাই তাদের একমাত্র প্রার্থনা ।আর মাতৃ স্নেহের কোনো ধর্ম নেই,জাতপাত নেই ।মা হিন্দু বা
মুসলমান হোক না কেন,সন্তানদের মঙ্গল কামনায় তাদের একমাত্র প্রার্থনা ।এই মাতৃ স্নেহের কোনো হেরফের নেই ।হিন্দু মায়েরা যেমন তাদের সন্তানদের জন্য সুখ-শান্তি চায় ও মঙ্গল কামনা করে তেমনি মুসলমান মায়েরাও তাদের সন্তানদের জন্য সুখ-শান্তি চায় ও মঙ্গল কামনা করে ।সমস্ত ধর্মের মায়েরাই একাসনে বসে সন্তানদের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য একাকারে প্রার্থনা করে থাকেন।
-------- সমাপ্ত ----------
Answer:
কবি সুভাষ মুখােপাধ্যায় একাকারে কবিতায় বাংলা দেশের সম্প্রীতির মধ্য দিয়ে সাম্প্রদায়িক সহাবস্থানের ছবি তুলে ধরেছেন আমাদের সামনে। এদেশে মূলত দুটি সম্প্রদায়ের বাস। তারা হল হিন্দু আর মুসলমান। কবি নজরুল যাদের একই বৃত্তে দুটি কুসুম' রুপে বর্ণনা করেছেন। কবির মতে হিন্দুরা জল আর মুসলমানরা পানি বললেও বস্তৃত তা একই জিনিস—যা জীবনের জন্য একান্ত দরকার। একই ঝরনাতলায় বসে জীবনের সেই সুধা সংগ্রহ করে দুটি ধর্মের মানুষ। একের মা অন্যের আত্মার প্রার্থনা তাে জগতের সুখের জন্য যে প্রার্থনায় কোনাে সাম্প্রদায়িক দীনতা নেই।
আবার কোরানের আজানের সুরে এসে মিশে যায় উপনিষদের উচ্চারণ ধর্মীয় সহাবস্থানের এ এক অপূর্ব সবি। কবির বক্তুব্য বাংলা দেশে এই দুই ধর্মের মানুষের ধর্মীয় আচার, তার পালন, তাদের জীবন চর্চায় যে অমিল তা কেবল বাইরের, অন্তরে তারা একই প্রাণের ভাষায় কথা বলে। একই জীবনের সুরে গান গায়।
Explanation:
ভুলের জন্য ক্ষমা চাইলাম
♥