India Languages, asked by ajaya5572, 1 year ago

IDIAT box meaning in Bengali

Answers

Answered by Anonymous
0

বাংলা ভাষায় ইডিয়ট বক্স শব্দের অর্থ হলো বোকাবাক্স।

- প্রশ্ন প্রদত্ত ইংরেজি শব্দ মালায় দুটি ইংরেজি শব্দ রয়েছে :

Idiot ; Box

- এখন উপরোক্ত ইংরেজি শব্দগুলিকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় :

Idiot = বোকা

Box = বাক্স

- চলতি বাংলা ভাষায় প্রধানত বোকাবাক্স শব্দটি ব্যবহার করা হয় টেলিভিশনকে বোঝানোর জন্য।

- টেলিভিশনের জন্য মানুষ উদ্দেশ্যহীনভাবে অনেকটা মূল্যবান সময় নষ্ট করে ফেলে বলে টেলিভিশনকে বোকাবাক্স বলে অভিহিত করা হয়ে থাকে, যাতে এই কটাক্ষের জন্য মানুষ অত্যাধিক টেলিভিশন ব্যবহারের ব্যাপারে সচেতন হয়।

Similar questions