India Languages, asked by malihamurshed, 5 hours ago

'করুণা করি বাঁচাও‌ মোরে এসে'— কখন ফণিমনসা একথা বলেছে?


if u don't know the ans don't reply and anyone who knows and gives me the correct ans I will make him or her brainliest ​

Answers

Answered by jackff12
0

Explanation:

গেলেই ছিল স্বর্গ নদী

দূরের মধ্যে দূরত্ব বোধ কে সরাবে।

ফিরে আসার আগেই পেল খুব পিপাশা

বালির নিচে বালিই ছিল, আর কিছুই না

রৌদ্র যেন হিংসা, খায় সমস্তটা ছায়া

রাত্রি যেমন কাঁটা, জানে শব্দভেদী ভাষা।

বালির নিচে বালিই ছিল, আর কিছু না

একটি কথা বাকি রইল, থেকেই যাবে।

গদ্যছন্দে মনোবেদনা

– সুনীল গঙ্গোপাধ্যায়

ভেবেছিলাম নিচু করবো না মাথা, তবুও ভেতরের এক কুত্তার বাচ্চা

মাঝে মাঝে মসৃণ পায়ের কাছে ঘষতে চায় মুখ, জানি তো অ

সীমে

ভাসিয়েছি আমার আত্মার শাদা পায়রা দূত, বলেছি মৃত্যুর চেয়েও সাচ্চা

মানুষের মতো বেঁচে থঅকা- তবু তার দু’একটা পালক খসে

জ্যোস্নায় মনখারাপ হিমে।

মাঝে মাঝে গদি মোড়া চেয়ারে বসলেও ব্যথা করে পশ্চাৎদেশে, আমি জানি

আচম্বিতে পেয়ালা পিরীচ ভেঙে উঠে দাঁড়ানো উচিত ছিল আমার

জানলার বাইরে থেকে নিয়তি চোখ মারে, শীর্ণ হাতে দেয় হাতছানি

আমি মনকে চোখ ঠেরে অন্যমনস্ক হই, ইস্ত্রি ঠিক রাখি জামার।

এ-সব ইয়ার্কি আর কদ্দিন হে? শুধু বেঁচে থাকতেই হালুয়া

টাইট করে দিচ্ছে

অথচ কথা ছিল, সব মানুষের জন্য এই পৃথিবী সুসহ দেখে যাবো, বাল, ফাক

রড়

Similar questions