Math, asked by Anonymous, 8 months ago

কষে দেখি – II
1. সীতারা বেগমের ফলের দোকানে 60 টি পেয়ারা ছিল। তিনি তার মােট পেয়ারার 1 অংশ বিক্রি
করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি।
2. মা আমাকে 60 টাকার5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা
দিয়েছেন হিসাব করে দেখি।
11. ছবি
3. গণেশবাবু তিনদিনে একটি কাজের যথাক্রমে 3/14,4/7ও1/21 অংশ শেষ করেছেন। তিনি তিনদিনে মােট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি।
4. একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3অংশে লাল রং,1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি,
বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি।
5. একটি খাতার দাম 6.50 টাকা হলে 15 টি খাতার দাম কত হবে তা হিসাব করি।
6. একটি বাক্সে12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা.। বাক্স এবং
প্যাকেটগুলির মােট ওজন 36 কিগ্রা. হলে, হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে।
7. এক বস্তা চালের পরিমাণের 0-75 অংশের দাম 1800 টাকা হলে তার 0:15 অংশের দাম হিসাব করি।
৪. অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন
ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের
সাহায্যে দেখাই।​

Answers

Answered by bdiya931
0

Step-by-step explanation:

১. সিতারা বেগমের কাছে ৬০ টি পেয়ারা ছিল।

তিনি ১/৪ অংশ বিক্রি করলেন।

তিনি যতগুলি পেয়ারা বিক্রি করলেন = ১/৪*৬০ = ১৫ টি

তার কাছে আর পেয়ারা পরে রইলো =৬০-১৫= ৪৫ টি।

2. মা আমাকে টাকা দিলেন 60*5/6=50টাকা

দাদাকে টাকা দিলেন =45*7/9=35 টাকা ।

অতএব মা আমাকে বেশি টাকা দিলেন।

Answered by rupasontu1009
0

Answer:

অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন

ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের

সাহায্যে দেখাই

Similar questions