Geography, asked by dipankardas73, 6 months ago

(ii) ফিলিপাইনসে ক্রান্তীয় ঘূর্ণিঝড়
নামে পরিচিত।​

Answers

Answered by Anonymous
1

Answer:

ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাত্যা হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচন্ড ঘূর্ণি বাতাস সম্বলিত আবহাওয়ার একটি নিম্ন-চাপ প্রক্রিয়া যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ হয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে।

Answered by BrainlyAryabhatta
9

Explanation:

ফিলিপাইনস ক্রান্তীয় ঘড়িঝড়

একটি কণা 1 মিটার ব্যাসার্ধের বৃত্তের অর্ধ পরিধি বরাবর সরানো হয়। কোনও বিন্দুতে 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি প্রবাহিত থাকলে কাজটি গণনা করুন একটি কণা 1 মিটার ব্যাসার্ধের বৃত্তের অর্ধের পরিধি বরাবর সরানো হয়। কাজটি গণনা করুন যদি কোনও বিন্দুতে বাহিনীটি সেই মুহুর্তে স্পর্শকের কাছে 60 ডিগ্রি প্রবণ থাকে এবং 5 টি নিউটন থাকে

Similar questions