কষে দেখি – II<br />1. সীতারা বেগমের ফলের দোকানে 60 টি পেয়ারা ছিল। তিনি তার মােট পেয়ারার 1 অংশ বিক্রি<br />করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি।<br />2. মা আমাকে 60 টাকার5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা<br />দিয়েছেন হিসাব করে দেখি।<br />11. ছবি<br />3. গণেশবাবু তিনদিনে একটি কাজের যথাক্রমে 3/14,4/7ও1/21 অংশ শেষ করেছেন। তিনি তিনদিনে মােট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি।<br />4. একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3অংশে লাল রং,1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি,<br />বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি।<br />5. একটি খাতার দাম 6.50 টাকা হলে 15 টি খাতার দাম কত হবে তা হিসাব করি।<br />6. একটি বাক্সে12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা.। বাক্স এবং<br />প্যাকেটগুলির মােট ওজন 36 কিগ্রা. হলে, হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে।<br />7. এক বস্তা চালের পরিমাণের 0-75 অংশের দাম 1800 টাকা হলে তার 0:15 অংশের দাম হিসাব করি।<br />৪. অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন<br />ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের<br />সাহায্যে দেখাই।
Answers
Answered by
0
৪. অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন<br />ছেলেকে সমানভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের<br />সাহায্যে দেখাই।
Similar questions