iii) জৈবিক নিয়ন্ত্রনে জীবাণুর ভূমিকা ব্যাখ্যা কর?
Answers
Answer:
মাইক্রোবিয়াল বায়োকন্ট্রোল এজেন্টস
পোকামাকড় ছাড়াও জীবাণুগুলি বায়োকন্ট্রোল এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এই জীবাণুগুলির মধ্যে ব্যাকটিরিয়া, ছত্রাক, ভাইরাস এবং প্রোটোজোয়ান রয়েছে। জীবাণুগুলি তিনটি উপায়ে জৈব নিয়ন্ত্রণকারী এজেন্ট হিসাবে কাজ করে, হয় তারা কীটপতঙ্গগুলিতে রোগ সৃষ্টি করে বা তাদের সাথে প্রতিযোগিতা করে বা তাদের হত্যা করে।
Answer:
please mark as brainly est
অণুজীববিজ্ঞান
জীববিজ্ঞানের শাখা যেখানে আণুবীক্ষণিক জীবসমূহকে অধ্যয়ন করা হয়
ভাষা
নজরে রাখুন
সম্পাদনা
অণুজীব বিজ্ঞান (Microbiology)হল জীববিজ্ঞান এর একটি শাখা যেখানে অণুজীব নিয়ে আলোচনা করা হয়।[১] "Microbiology" শব্দটি এসেছে গ্রিক শব্দ "Mikros" যার অর্থ ক্ষুদ্র, "Bios" যার অর্থ জীবন এবং "Logos" যার অর্থ বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান এর বিস্তারিত আলোচনায় রয়েছে "Virology" বা ভাইরাস বিজ্ঞান, "Mycology" বা ছত্রাক বিজ্ঞান, "Parasitology" বা পরজীবী বিজ্ঞান, "Bacteriology" বা ব্যাক্টেরিয়া বিজ্ঞান, "Immunology" বা রোগপ্রতিরোধ বিজ্ঞান ইত্যাদি। অণুজীব বিজ্ঞানের এসব শাখায় অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিই হলেন অণুজীব বিজ্ঞানী বা "Microbiologist"। মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুজীব। অণুজীব তিন প্রকার।[২][৩][৪]
অণুজীব সম্পাদনা
অণুজীববিজ্ঞানী সম্পাদনা
আলোচ্য বিষয় সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
বহিঃসংযোগ সম্পাদনা