বাংলা প্রকল্পের Index এবং তার সাথে topic গুলোর discuss এ কি লিখবো?
mondalnisa2000:
Yes!!
Answers
Answered by
2
উপরের আলোচনায় বেশ কিছু কার্যকর আইডিয়া এসেছে। এগুলোকে গুছিয়ে একটি প্রাথমিকভাবে কাজের প্ল্যান তৈরি করার চেষ্টা করার জন্য আইডিয়াগুলো একটু গোছানো দরকার। আমি এখানে সেই চেষ্টাই করছি। এখানে কিছু সুন্দর আইডিয়া আসলেও কিছু আইডিয়া বাস্তবতার চাপে (সার্বিকভাবে বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব নয়) বাদ দিতে হয়েছে। মোটামুটি আমাদের উপরোক্ত আলোচনার সারাংশটি আমি দুটি ভাগে ভাগ করছি — নতুন ব্যবহারকারী তৈরি করা এবং ব্যবহারকারীরা যেনো বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন তা নিশ্চিত করা।
Similar questions