History, asked by karishmakhatoon79487, 5 months ago

নাইট কাদের বলে? its Bengali language plz give me this answer ​

Answers

Answered by nisha2425
5

নাইট হলেন কোন শাসক বা দেশের জন্য তার কাজের স্বীকৃতি হিসেবে, বিশেষ করে সামরিক কাজের জন্য, সেই শাসক বা অন্যান্য রাজনৈতিক নেতা কর্তৃক প্রদত্ত সম্মানসূচক উপাধিপ্রাপ্ত ব্যক্তি। ঐতিহাসিকভাবে, ইউরোপে সাধারণত অশ্বারোহী যোদ্ধাদের নাইটহুডে ভূষিত করা হয়।[১] মধ্যযুগে নাইটহুড নিম্ন শ্রেণীর অভিজাত হিসেবে বিবেচিত ছিল। মধ্যযুগের শেষের দিকে, এই পদক্রমটি বীরত্বের সূচক হিসেবে পরিচিতি লাভ করে। মূলত নাইট হলেন একজন সামন্ত, যিনি একজন অভিজাত ব্যক্তির যোদ্ধা হিসেবে তার রাজস্ব আদায় করে থাকেন।[২] অভিজাতগণ তাদের নাইটদের বিশ্বাস করতেন এবং তারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করায় পারদর্শী ছিল।

❥❥ᴴᵒᵖᵉ ⁱᵗ ʰᵉˡᵖˢ ʸᵒᵘ

Hᴀᴠᴇ ᴀ ᴍᴇʟᴏᴅɪᴏᴜs ᴅᴀʏ ʜᴇʀᴇ ᴀғᴛᴇʀ

ₖₑₑₚ ₛₘᵢₗᵢₙgツ

Similar questions