(iv) একজন সাইকেল আরােহীর অতিক্রান্ত দূরত্ব ও সরণের
অনুপাত কখন 1 হবে?
Answers
Answered by
3
একজন সাইকেল আরোহীর অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত তখনই 1 হবে যখন সে সরলরেখা বরাবর সাইকেল চালাবে।
- অতিক্রান্ত দূরত্ব ও সরণের অনুপাত 1 হবার জন্য, অতিক্রান্ত দূরত্ব ও সরণের সাংখ্য মানকে সমান হতে হবে।
- এখন কোন ব্যক্তি যদি সাইকেলের মাধ্যমে একটি সরলরেখা বরাবর গমন করে, তাহলে ওই ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান যা হবে ওই ব্যক্তি দ্বারা সরণের মানও তাই হবে।
- কারণ - এখানে, যাত্রা শুরুর স্থান এবং যাত্রা শেষে স্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব = অতিক্রান্ত দূরত্ব (যেহেতু যাত্রাপথটি সরলরেখা)। আবার, সরণের সংজ্ঞা অনুযায়ী, সরণ = যাত্রা শুরুর স্থান এবং যাত্রা শেষে স্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব।
- অতএব, এই ক্ষেত্রে সরণ = অতিক্রান্ত দূরত্ব।
Similar questions