Geography, asked by swapanchowdhurh, 1 month ago

প্রশ্নগুলির উত্তর লেখাে : ১. চাদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। J S​

Answers

Answered by sipraacharjer
3

Answer:

চাদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর :- কোথাও গাছপালা নেই, এবড়ো-খেবড়ো জমি, ছোট বড় পাখি, গোল গােল বিশালাকার গর্ত, ধূসর ধুলােয় ভরতি চারিদিক। সূর্যের আলাে পৌছতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলােকে চাদের গায়ে কালাে কালাে দাগের মতাে দেখায়। ... বাতাস না থাকায় সূর্যের আলাের বিচ্ছুরণ হয় না।

Answered by TheBestShruti
0

চাদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর :- কোথাও গাছপালা নেই, এবড়ো-খেবড়ো জমি, ছোট বড় পাখি, গোল গােল বিশালাকার গর্ত, ধূসর ধুলােয় ভরতি চারিদিক। সূর্যের আলাে পৌছতে পারে না, তাই পৃথিবী থেকে এগুলােকে চাদের গায়ে কালাে কালাে দাগের মতাে দেখায়। বাতাস না থাকায় সূর্যের আলাের বিচ্ছুরণ হয় না।

Similar questions
Math, 9 months ago