দুটি গাড়ি একটি স্থান থেকে উলটোদিকে রওনা হল ৪ কিমি চলার পর প্রতিটি গাড়ি থামে ও বাঁদিকে क আরাে 3 কিমি চলে গাড়ি দুটির মধ্যে দূরত্ব এখন কত
Answers
Answered by
0
সময় বাঁচানোর অজুহাতে রাস্তায় উল্টো দিকে গাড়ি চালালেন—আপনি হয়তো ভাবলেন এ আর এমন কী। রথী-মহারথীদের গাড়ি তো হরহামেশাই ঢাকার পথে উল্টো দিকে যায়? এমন দেখে একধরনের উৎসাহ বা সাহসও আপনি পেয়ে গেলেন। কিন্তু ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লেই বোঝা যাবে যে উল্টো পথে চলার বিপদ কী রকম হতে পারে।
উল্টো পথে গাড়ি চালানোর জন্য খেসারত যে দিতেই হয় তা তো সম্প্রতি ঢাকার রাস্তাতেই দেখা গেল। রাস্তায় গাড়ি চালাতে হলে নির্দিষ্ট আইনকানুন মেনে চলতেই হবে। এর ব্যত্যয় হলে পেতে হবে শাস্তি। শাস্তির পাশাপাশি আইনের জালে আটকে যাওয়ার ভোগান্তি তো আছেই। অনেকেই বলে, উল্টো চলার শাস্তি আর তেমন কী। কিন্তু শাস্তি কম বা বেশি যা-ই হোক, আইনের চোখে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কিন্তু গণ্য হয়ে যেতে হবে। উল্টো চলার শাস্তি যে খুব কম তাও কিন্তু নয়।
Similar questions