English, asked by parthapriya76, 5 hours ago

দেখি কে Kolkata-কে কত ভালোবাসে

* হেঁয়ালি গুলোর প্রতিটিতে কলকাতার এক একটি জায়গার নাম লুকনো রয়েছে। বার করতে পারবেন?*

১.
পাগলের পা গেল কাটা,
পিছন পানে বাড়ী,
হিংসে করে সকল পাঁঠা,
পরোটার ভাব ভারি!!

২.
বাজার ছিল হগের, সেথায়,
মগের মুলুক এবে
নতুন নামটা ইংরেজিতেই,
সব জিনিস ই পাবে!!

৩.
সঙ্গতে না, বাজায় বুঝি,
সঙ্গে লাগে ছড়,
বামপন্থী পাড়ার ছেলের,
বাইশ গজে ঝড়!!

৪.
বাং ছাড়া বাঙালী হলে,
কা কাড়ে কাপুর,
সামনে আবার নিত্য নতুন
ইংরেজী লেজুর!!

৫.
গোলচক্কর গোলচক্কর
নম্বর তো ট্যাঙ্কে,
থাকতে গেলে এই চত্ত্বর,
টাকা জমাও ব্যাঙ্কে!

৬.
রাখলে বুকে ইস্ট -মোহন
ফুসফুস এই শহরে,
চির হরিত তোমায় দেখি,
বাড়ছ কি আর বহরে?

৭.
ভীড় হয় তত বেশী,
যত নামে পারদ,
উল্টো দিকে ই আছে,
মানুষের গারদ!

৮.
বেল বুঝি উড়ে যাবে,
করো নাকো ভ্রান্তি,
গঙ্গার পাড়ে খুঁজো,
পেয়ে যাবে শান্তি!

৯.
এই বাড়ি মন্দির, দেবতা যে অন্য,
বাঙালী জগতখ্যাত এ দেবের জন্য,
সামনের আধখানা আছে খান দুই,
পুল আছে পিছনেতে ঠিক পেরোবই।

১০.
রাজকুমারের নামের পরে, P বসে কোন হেতু?
পাশেই আছে চক্ররেল আর বিদ্যাসাগর সেতু,
বেলুন আছে, কাবলী আছে, আরো আছে, আরো পাবে চাট।
Scoop ও আছে, তাই তো এ পাড় সদা জমজমাট!

১১.
স্বর্ণেন্দু, কুশল, কমলেশ, ভজহরি
হাসতে হাসতেই স্মরণ যে করি,
গড়ের মাঠে তে দিলে গোরাদের মার,
বল দেখি ঘর খানি কোথায় যে তাঁর।

১২.
শহর থেকে একটু ছোটো, গ্রামের থেকে বড়,
মেট্রো চড়ে এইখানেতেই পাতাল প্রবেশ কর,
সেলুলয়েড বললে পরে এই জায়গাই বুঝি,
বলতে পারো এই পাড়াটা কোথায় গিয়ে খুঁজি?

১৩.
এই গলিতে যন্ত্রগণক, ঐ গলি টা ফোনের,
এই গলিতে হাজার আলো, ঐ গলি গান শোনে,
সবকিছু ঠিক সারিয়ে দেবে,
চায়না মাল তো পেয়েই যাবে,
খুঁজলে পরে পেতে ও পারো হাতের মুঠোয় চাঁদ!
নিলে পরে যাচিয়ে নেবে, লোক ঠকানো ফাঁদ।

১৪.
দৌড়তে, ছুটতে, পাহাড়েতে চড়তে,
এ জিনিষ চাই বেশি, একদম ঠিক,
তাই বুঝি একই কথা বার দুই ধরতে,
দেখো বুঝে আছে বুঝি উত্তর দিক।

১৫.
রাজা মশাই বাজার করেন,
শনি-রবি ফাঁকা,
এ শহরের পাশেই দেখো,
নতুন শহর রাখা।

১৬.
মুকুলের সাথে তিনি গেলেন রাজস্থান,
পাড়া ছাই চলো যাই চর্চায়,
ডাক্তার বাদ দিলে পেয়ে যাবে এই স্থান,
ঠিক ঠিক কলকাতা কাঁচায়।

১৭.
বাগান বটে, এর পরে ঠিক আছেন বড়লোক,
আঁতুড়ঘরে দেখতে জাহাজ
হেথায় যাওয়া হোক।

১৮.
রাখবই দেখবই খুঁজবই যত,
দাঁড়াবই, পড়াবই, বুঝবই তত,
কল-দিয়ে শুরু নাম, পরে আছে রাস্তা,
চেনাবই, শানাবই, কেনা-বই শস্তা!!

১৯.
খ্যাঁক করে কামড়াবে,
দিঘী আছে শেষটা,
রেল কম ঝমাঝম,
কর দেখি চেষ্টা।

২০.
সেই যে এক মাঠ ছিলো,
ছিলো যোজনগন্ধা,
বাইপাসের ধারেই তখন
নামত ধীরে সন্ধ্যা,
এখন দেখ হচ্ছে বিয়ে,
পাশেই উঁচু বাড়ী,
ষষ্ঠ আর পঞ্চম সুর,
নাম জানতে পারি?

Answers

Answered by pulakmath007
2

সমাধান

বলতে হবে

হেঁয়ালি গুলোর প্রতিটিতে কলকাতার এক একটি জায়গার নাম লুকনো রয়েছে। বার করতে পারবেন

উত্তর

১.

পাগলের পা গেল কাটা,

পিছন পানে বাড়ী,

হিংসে করে সকল পাঁঠা,

পরোটার ভাব ভারি!!

উত্তর : গোলবাড়ি

২.

বাজার ছিল হগের, সেথায়,

মগের মুলুক এবে

নতুন নামটা ইংরেজিতেই,

সব জিনিস ই পাবে!!

উত্তর : নিউ মার্কেট

৩.

সঙ্গতে না, বাজায় বুঝি,

সঙ্গে লাগে ছড়,

বামপন্থী পাড়ার ছেলের,

বাইশ গজে ঝড়!!

উত্তর : ইডেন গার্ডেন

৪.

বাং ছাড়া বাঙালী হলে,

কা কাড়ে কাপুর,

সামনে আবার নিত্য নতুন

ইংরেজী লেজুর!!

উত্তর : বারাকপুর

৫.

গোলচক্কর গোলচক্কর

নম্বর তো ট্যাঙ্কে,

থাকতে গেলে এই চত্ত্বর,

টাকা জমাও ব্যাঙ্কে!

উত্তর : সল্টলেক

৬.

রাখলে বুকে ইস্ট -মোহন

ফুসফুস এই শহরে,

চির হরিত তোমায় দেখি,

বাড়ছ কি আর বহরে?

উত্তর : যুব ভারতী

৭.

ভীড় হয় তত বেশী,

যত নামে পারদ,

উল্টো দিকে ই আছে,

মানুষের গারদ!

উত্তর : আলিপুর চিড়িয়াখানা

৮.

বেল বুঝি উড়ে যাবে,

করো নাকো ভ্রান্তি,

গঙ্গার পাড়ে খুঁজো,

পেয়ে যাবে শান্তি!

উত্তর : বেলুড়

৯.

এই বাড়ি মন্দির, দেবতা যে অন্য,

বাঙালী জগতখ্যাত এ দেবের জন্য,

সামনের আধখানা আছে খান দুই,

পুল আছে পিছনেতে ঠিক পেরোবই।

উত্তর : জোড়া সাঁকো ঠাকুর বাড়ি

১০.

রাজকুমারের নামের পরে, P বসে কোন হেতু?

পাশেই আছে চক্ররেল আর বিদ্যাসাগর সেতু,

বেলুন আছে, কাবলী আছে, আরো আছে, আরো পাবে চাট।

Scoop ও আছে, তাই তো এ পাড় সদা জমজমাট!

উত্তর : প্রিন্সেপ ঘাট

১১.

স্বর্ণেন্দু, কুশল, কমলেশ, ভজহরি

হাসতে হাসতেই স্মরণ যে করি,

গড়ের মাঠে তে দিলে গোরাদের মার,

বল দেখি ঘর খানি কোথায় যে তাঁর।

উত্তর : কফি হাউস

১২.

শহর থেকে একটু ছোটো, গ্রামের থেকে বড়,

মেট্রো চড়ে এইখানেতেই পাতাল প্রবেশ কর,

সেলুলয়েড বললে পরে এই জায়গাই বুঝি,

বলতে পারো এই পাড়াটা কোথায় গিয়ে খুঁজি?

উত্তর : টালিগঞ্জ

১৩.

এই গলিতে যন্ত্রগণক, ঐ গলি টা ফোনের,

এই গলিতে হাজার আলো, ঐ গলি গান শোনে,

সবকিছু ঠিক সারিয়ে দেবে,

চায়না মাল তো পেয়েই যাবে,

খুঁজলে পরে পেতে ও পারো হাতের মুঠোয় চাঁদ!

নিলে পরে যাচিয়ে নেবে, লোক ঠকানো ফাঁদ।

উত্তর : চাঁদনীচক

১৪.

দৌড়তে, ছুটতে, পাহাড়েতে চড়তে,

এ জিনিষ চাই বেশি, একদম ঠিক,

তাই বুঝি একই কথা বার দুই ধরতে,

দেখো বুঝে আছে বুঝি উত্তর দিক।

উত্তর : দমদম

১৫.

রাজা মশাই বাজার করেন,

শনি-রবি ফাঁকা,

এ শহরের পাশেই দেখো,

নতুন শহর রাখা।

উত্তর :- রাজারহাট নিউটউন

১৬.

মুকুলের সাথে তিনি গেলেন রাজস্থান,

পাড়া ছাই চলো যাই চর্চায়,

ডাক্তার বাদ দিলে পেয়ে যাবে এই স্থান,

ঠিক ঠিক কলকাতা কাঁচায়।

উত্তর :- হাজরা

১৭.

বাগান বটে, এর পরে ঠিক আছেন বড়লোক,

আঁতুড়ঘরে দেখতে জাহাজ

হেথায় যাওয়া হোক।

উত্তর :- বাবুবাগান

১৮.

রাখবই দেখবই খুঁজবই যত,

দাঁড়াবই, পড়াবই, বুঝবই তত,

কল-দিয়ে শুরু নাম, পরে আছে রাস্তা,

চেনাবই, শানাবই, কেনা-বই শস্তা!!

উত্তর :- কলেজ স্ট্রিট

১৯.

খ্যাঁক করে কামড়াবে,

দিঘী আছে শেষটা,

রেল কম ঝমাঝম,

কর দেখি চেষ্টা।

উত্তর :- শিয়ালদাহ

২০.

সেই যে এক মাঠ ছিলো,

ছিলো যোজনগন্ধা,

বাইপাসের ধারেই তখন

নামত ধীরে সন্ধ্যা,

এখন দেখ হচ্ছে বিয়ে,

পাশেই উঁচু বাড়ী,

ষষ্ঠ আর পঞ্চম সুর,

নাম জানতে পারি?

উত্তর :- ধাপা

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. বর্ণ কাকে বলে? কত প্রকার ও কি কি ?

https://brainly.in/question/20905045

2. ৪, ৭ ও ১১ এর গ, সা, গু কত?

https://brainly.in/question/30485947

Answered by atanu9914
1

Answer:

দেখি কে Kolkata-কে কত ভালোবাসে

* হেঁয়ালি গুলোর প্রতিটিতে কলকাতার এক একটি জায়গার নাম লুকনো রয়েছে। বার করতে পারবেন?*

১.

পাগলের পা গেল কাটা,

পিছন পানে বাড়ী,

হিংসে করে সকল পাঁঠা,

পরোটার ভাব ভারি!!

২.

বাজার ছিল হগের, সেথায়,

মগের মুলুক এবে

নতুন নামটা ইংরেজিতেই,

সব জিনিস ই পাবে!!

৩.

সঙ্গতে না, বাজায় বুঝি,

সঙ্গে লাগে ছড়,

বামপন্থী পাড়ার ছেলের,

বাইশ গজে ঝড়!!

৪.

বাং ছাড়া বাঙালী হলে,

কা কাড়ে কাপুর,

সামনে আবার নিত্য নতুন

ইংরেজী লেজুর!!

৫.

গোলচক্কর গোলচক্কর

নম্বর তো ট্যাঙ্কে,

থাকতে গেলে এই চত্ত্বর,

টাকা জমাও ব্যাঙ্কে!

৬.

রাখলে বুকে ইস্ট -মোহন

ফুসফুস এই শহরে,

চির হরিত তোমায় দেখি,

বাড়ছ কি আর বহরে?

৭.

ভীড় হয় তত বেশী,

যত নামে পারদ,

উল্টো দিকে ই আছে,

মানুষের গারদ!

৮.

বেল বুঝি উড়ে যাবে,

করো নাকো ভ্রান্তি,

গঙ্গার পাড়ে খুঁজো,

পেয়ে যাবে শান্তি!

৯.

এই বাড়ি মন্দির, দেবতা যে অন্য,

বাঙালী জগতখ্যাত এ দেবের জন্য,

সামনের আধখানা আছে খান দুই,

পুল আছে পিছনেতে ঠিক পেরোবই।

১০.

রাজকুমারের নামের পরে, P বসে কোন হেতু?

পাশেই আছে চক্ররেল আর বিদ্যাসাগর সেতু,

বেলুন আছে, কাবলী আছে, আরো আছে, আরো পাবে চাট।

Scoop ও আছে, তাই তো এ পাড় সদা জমজমাট!

১১.

স্বর্ণেন্দু, কুশল, কমলেশ, ভজহরি

হাসতে হাসতেই স্মরণ যে করি,

গড়ের মাঠে তে দিলে গোরাদের মার,

বল দেখি ঘর খানি কোথায় যে তাঁর।

১২.

শহর থেকে একটু ছোটো, গ্রামের থেকে বড়,

মেট্রো চড়ে এইখানেতেই পাতাল প্রবেশ কর,

সেলুলয়েড বললে পরে এই জায়গাই বুঝি,

বলতে পারো এই পাড়াটা কোথায় গিয়ে খুঁজি?

১৩.

এই গলিতে যন্ত্রগণক, ঐ গলি টা ফোনের,

এই গলিতে হাজার আলো, ঐ গলি গান শোনে,

সবকিছু ঠিক সারিয়ে দেবে,

চায়না মাল তো পেয়েই যাবে,

খুঁজলে পরে পেতে ও পারো হাতের মুঠোয় চাঁদ!

নিলে পরে যাচিয়ে নেবে, লোক ঠকানো ফাঁদ।

১৪.

দৌড়তে, ছুটতে, পাহাড়েতে চড়তে,

এ জিনিষ চাই বেশি, একদম ঠিক,

তাই বুঝি একই কথা বার দুই ধরতে,

দেখো বুঝে আছে বুঝি উত্তর দিক।

১৫.

রাজা মশাই বাজার করেন,

শনি-রবি ফাঁকা,

এ শহরের পাশেই দেখো,

নতুন শহর রাখা।

১৬.

মুকুলের সাথে তিনি গেলেন রাজস্থান,

পাড়া ছাই চলো যাই চর্চায়,

ডাক্তার বাদ দিলে পেয়ে যাবে এই স্থান,

ঠিক ঠিক কলকাতা কাঁচায়।

১৭.

বাগান বটে, এর পরে ঠিক আছেন বড়লোক,

আঁতুড়ঘরে দেখতে জাহাজ

হেথায় যাওয়া হোক।

১৮.

রাখবই দেখবই খুঁজবই যত,

দাঁড়াবই, পড়াবই, বুঝবই তত,

কল-দিয়ে শুরু নাম, পরে আছে রাস্তা,

চেনাবই, শানাবই, কেনা-বই শস্তা!!

১৯.

খ্যাঁক করে কামড়াবে,

দিঘী আছে শেষটা,

রেল কম ঝমাঝম,

কর দেখি চেষ্টা।

২০.

সেই যে এক মাঠ ছিলো,

ছিলো যোজনগন্ধা,

বাইপাসের ধারেই তখন

নামত ধীরে সন্ধ্যা,

এখন দেখ হচ্ছে বিয়ে,

পাশেই উঁচু বাড়ী,

ষষ্ঠ আর পঞ্চম সুর,

নাম জানতে পারি?

Similar questions