Social Sciences, asked by sumana1627, 2 months ago

 দেখি কে Kolkata-কে কত ভালোবাসে

* হেঁয়ালি গুলোর প্রতিটিতে কলকাতার এক একটি জায়গার নাম লুকনো রয়েছে। বার করতে পারবেন? লকডাউনে ঘরে বসে সমাধান করার চেষ্টা করুন। ২৪ ঘন্টা পরে উত্তর গুলো পাঠাব।*

১.
পাগলের পা গেল কাটা,
পিছন পানে বাড়ী,
হিংসে করে সকল পাঁঠা,
পরোটার ভাব ভারি!!

২.
বাজার ছিল হগের, সেথায়,
মগের মুলুক এবে
নতুন নামটা ইংরেজিতেই,
সব জিনিস ই পাবে!!

৩.
সঙ্গতে না, বাজায় বুঝি,
সঙ্গে লাগে ছড়,
বামপন্থী পাড়ার ছেলের,
বাইশ গজে ঝড়!!

৪.
বাং ছাড়া বাঙালী হলে,
কা কাড়ে কাপুর,
সামনে আবার নিত্য নতুন
ইংরেজী লেজুর!!

৫.
গোলচক্কর গোলচক্কর
নম্বর তো ট্যাঙ্কে,
থাকতে গেলে এই চত্ত্বর,
টাকা জমাও ব্যাঙ্কে!

৬.
রাখলে বুকে ইস্ট -মোহন
ফুসফুস এই শহরে,
চির হরিত তোমায় দেখি,
বাড়ছ কি আর বহরে?

৭.
ভীড় হয় তত বেশী,
যত নামে পারদ,
উল্টো দিকে ই আছে,
মানুষের গারদ!

৮.
বেল বুঝি উড়ে যাবে,
করো নাকো ভ্রান্তি,
গঙ্গার পাড়ে খুঁজো,
পেয়ে যাবে শান্তি!

৯.
এই বাড়ি মন্দির, দেবতা যে অন্য,
বাঙালী জগতখ্যাত এ দেবের জন্য,
সামনের আধখানা আছে খান দুই,
পুল আছে পিছনেতে ঠিক পেরোবই।

১০.
রাজকুমারের নামের পরে, P বসে কোন হেতু?
পাশেই আছে চক্ররেল আর বিদ্যাসাগর সেতু,
বেলুন আছে, কাবলী আছে, আরো আছে, আরো পাবে চাট।
Scoop ও আছে, তাই তো এ পাড় সদা জমজমাট!

১১.
স্বর্ণেন্দু, কুশল, কমলেশ, ভজহরি
হাসতে হাসতেই স্মরণ যে করি,
গড়ের মাঠে তে দিলে গোরাদের মার,
বল দেখি ঘর খানি কোথায় যে তাঁর।

১২.
শহর থেকে একটু ছোটো,  গ্রামের থেকে বড়,
মেট্রো চড়ে এইখানেতেই পাতাল প্রবেশ কর,
সেলুলয়েড বললে পরে এই জায়গাই বুঝি,
বলতে পারো এই পাড়াটা কোথায় গিয়ে খুঁজি?

১৩.
এই গলিতে যন্ত্রগণক, ঐ গলি টা ফোনের,
এই গলিতে হাজার আলো, ঐ গলি গান শোনে,
সবকিছু ঠিক সারিয়ে দেবে,
চায়না মাল তো পেয়েই যাবে,
খুঁজলে পরে পেতে ও পারো হাতের মুঠোয় চাঁদ!
নিলে পরে যাচিয়ে নেবে,  লোক ঠকানো ফাঁদ।

১৪.
দৌড়তে, ছুটতে, পাহাড়েতে চড়তে,
এ জিনিষ চাই বেশি, একদম ঠিক,
তাই বুঝি একই কথা বার দুই ধরতে,
দেখো বুঝে আছে বুঝি উত্তর দিক।

১৫.
রাজা মশাই বাজার করেন,
শনি-রবি ফাঁকা,
এ শহরের পাশেই দেখো,
নতুন শহর রাখা।

১৬.
মুকুলের সাথে তিনি গেলেন রাজস্থান,
পাড়া ছাই চলো যাই চর্চায়,
ডাক্তার বাদ দিলে পেয়ে যাবে এই স্থান,
ঠিক ঠিক কলকাতা কাঁচায়।

১৭.
বাগান বটে,  এর পরে ঠিক আছেন বড়লোক,
আঁতুড়ঘরে দেখতে জাহাজ
হেথায় যাওয়া হোক।

১৮.
রাখবই দেখবই খুঁজবই যত,
দাঁড়াবই, পড়াবই, বুঝবই তত,
কল-দিয়ে শুরু নাম, পরে আছে রাস্তা,
চেনাবই, শানাবই, কেনা-বই শস্তা!!

১৯.
খ্যাঁক করে কামড়াবে,
দিঘী আছে শেষটা,
রেল কম ঝমাঝম,
কর দেখি চেষ্টা।

২০.
সেই যে এক মাঠ ছিলো,
ছিলো যোজনগন্ধা,
বাইপাসের ধারেই তখন
নামত ধীরে সন্ধ্যা,
এখন দেখ হচ্ছে বিয়ে,
পাশেই উঁচু বাড়ী,
ষষ্ঠ আর পঞ্চম সুর,
নাম জানতে পারি?​

Answers

Answered by xXHateMeXx
0

Answer:

Sublimation is the transition of a substance directly from the solid to the gas state, without passing through the liquid state. ... Sublimation has also been used as a generic term to describe a solid-to-gas transition (sublimation) followed by a gas-to-solid transition (deposition).

Similar questions