kuli mojur kobitar mulbhab bangla
Answers
Explanation:
উত্তর: কবি কাজী নজরুল ইসলামের লেখা "কুলি মজুর" কবিতাটি সমাজের একটি বিশেষ সত্যকে তুলে ধরেছে। এই কবিতার নামকরণ যথোপযুক্ত কিনা তা আমাদের আলোচ্য বিষয়।
নামকরণ খুবই গুরুত্বপূর্ণ যে কোন সাহিত্যিক সৃষ্টির জন্য। নামকরণ অনেক ধরনের হয়। আলোচ্য কবিতাটি তে বিষয়বস্তুকে মাথায় রেখে নামকরণ করা হয়েছে। কবির নিজের দেখা একটি দৃশ্য এখানে তুলে ধরেছেন যেখানে এক ধনী ব্যক্তির ট্রেনের কম্পার্টমেন্ট থেকে এক গরীব কুলিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই অমানবিক অভিজ্ঞতা কবিকে ভাবতে বাধ্য করেছে সমাজের এই শোষিত, নিপীড়িত মানুষদের কথা যারা ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তি দের হাতে প্রতিদিন অত্যাচারিত হয়। কুলি-মজুর এবং শ্রমিক এদের জন্য সমাজের কাঠামো শক্ত হয়ে আছে কিন্তু এরাই সবার থেকে বেশি নির্যাতিত। তাই কবি মানুষের এই অমানবিকতা দেখে বলছেন, "উর্ধ্বে হাসিছে ভগবান নীচে কাঁপিতেছে শয়তান"।
অতএব এই কবিতার নামকরণ সার্থক হয়েছে।
Answer:
মহামানব বলতে কাদের বোঝানো হয়েছে?