Computer Science, asked by arifulalam248, 6 months ago

_____L সিগনালটির সাংখ্যিক মান কত?
১০..
ক. 0010011010
গ. 1011010101
খ, 1001100101 যে-২০১৯]]
ঘ, 010011010 উঃ 01011010​

Answers

Answered by yash2437
0

Answer:

BCS_Preli_Victory_C­ampaign_41

আজকের পরীক্ষার উত্তরপত্র

পরীক্ষা-৩৫, বিষয় : গাণিতিক যুক্তির ১ম ১/২অংশ

পূর্ণমান-১০০ সময়:১ঘণ্টা !

(উত্তর মিলে নিয়ে কমেন্টে জানাবেন কে কত পেলেন ! নিজের টা বললে অন্যের জানতে পারবেন; এতে নিজের অবস্থান বুঝতে পারবেন! আগামী বুধবার সেমি সাবজেক্ট ফাইনাল: গাণিতিক যুক্তির বাকি ১/২ অংশ ! আগামীকাল সকালে সিলেবাস পোস্ট করব !)

১. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে- আসলে তিনগুণ হবে ?

ক. ১২.৫০ টাকা খ. ২০টাকা গ.২৫টাকা ঘ.১৫টাকা

উত্তর :গ

২। ১ হতে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

ক. ১০টি

খ. ১১টি

গ. ১২টি

ঘ. ১৩টি

উত্তরঃ খ

৩. When number 6 is added to 1/3 of a number, the result is 28. What is the number?/কোন সংখ্যার ১/৩ এর সাথে ৬ যোগ করলে যোগফল ২৮ হয়। সংখ্যাটি কত?

ক.44

খ.66

গ.42

ঘ.84

উত্তরঃ খ

৪.একটি শতক,দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p,q,r হলে সংখ্যাটি হবে?

/The hundreds, tens and units digits of a number are respectively p,q,r. Find the numer.

ক.100r+10p+q

খ.100p+10q+r

গ.100q+10r+p

ঘ.100pq+r

উত্তরঃ খ

৫.x^4-x^2+1=0 হলে x^2+1/x^2 এর মান কত ?

ক) 1 খ)root2 গ)2 ঘ)3

উত্তর:ক

৬. ৩২ এবং ৬৪ এর ভাজক সংখ্যার পার্থক্য কত?

ক.৩

খ.২

গ.১

ঘ.০

উত্তরঃ গ

৭. পর পর দশটির সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?

ক.৫৪০

খ.৫৬০

গ.৫৮৫

ঘ.৫৭০

উত্তরঃ গ

৮. ১,২ ও ৩ দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?

/What is the sum of the 3-digit numbers thet can be formed by the digits 1,2 and 3?

ক.১২২৩

খ.১২৩৩

গ.১৩২২

ঘ.১৩৩২

উত্তরঃ ঘ

৯।পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?

ক. ২৫ এবং ২৬

খ. ২৬ এবং ২৭

গ. ২৭ এবং ২৮

ঘ. ২৮ এবং ২৯

উত্তরঃ খ

১০. কোনটি মৌলিক সংখ্যা নয়?

ক.২২১

খ.২২৭

গ.২২৩

ঘ.২২৯

উত্তরঃ ক

১১। 53 সংখ্যাটি কী সংখ্যা?

ক. একটি মৌলিক সংখ্যা

খ. একটি পূর্ণ সংখ্যা

গ. একটি মূলদ সংখ্যা

ঘ. একটি অমূলদ সংখ্যা

উত্তরঃ ঘ

১২. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -

ক. ৩১৪৭

খ. ২২৮৭

গ. ২৯৮৭

ঘ. ২১৮৭

উত্তরঃ ঘ

১৩. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?

ক. ৭০

খ. ৮০

গ. ৯০

ঘ. ১০০

উত্তরঃ ঘ

১৪. ৫৪০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?

ক. ১৮

খ. ২০

গ. ২২

ঘ. ২৪

উত্তরঃ ঘ

১৫. কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০। তবে সংখ্যাটি কত?

ক. ২৫০

খ. ১০০

গ. ২০০

ঘ. ৩০০

উত্তরঃ গ

১৬. কোন সংখ্যার ৯ গুণ থেকে ১৫ গুণ ৫৪ বেশি?

ক. ৯

খ. ১৫

গ. ৫৪

ঘ. ৬

উত্তরঃ ক

১৭. দুটি সংখ্যার যোগফল ৫৬ এবং ল.সা.গু ৯৬ হলে সংখ্যাদ্বয় কত?

ক.২৪ ও ৩২

খ.৪০ ও ১৬

গ.২৭ ও ৩০

ঘ.২৪ ও ৩২

উত্তরঃ ক

১৮।নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?

ক. ৮৮

খ. ৯১

গ. ৯৫

ঘ. ৯৯

উত্তরঃ ক

১৯।.পাঁচটি ক্রমিক জোড় সংখ্যার গড় ৮। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

ক. 4

খ. 3

গ. 5

ঘ. 6

উত্তরঃ ক

২০।যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেলের বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক. ১৬% খ.২০% গ.২৫% ঘ. ২৪%

উত্তর: খ

২১. ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫টাকা বেশি হলে খ -এর বেতন ক- এর বেতন অপেক্ষা কত টাকা কম ?

ক. ২৭টাকা খ. ২৫.৯৩টাকা গ.৪০টাকা ঘ. ২৫.৬০টাকা

উত্তর খ

২২. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি, এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করে । কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০জন শিক্ষার্থী পাস করে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. ৪০০ খ. ৫০০ গ. ৫৬০ ঘ. ৭৬০

উত্তর :খ

২৩.প্রতি ব্যাক্তির রোজ ১০০০০ টি চাউল প্রয়োজন হলে ৫x১০২০ টি চাউলের স্টক দ্বারা পৃথিবীর ৫০০ কোটি লোককে কতদিন খাওয়ানো যাবে?

ক. ১০০ দিন

খ. এক লক্ষ দিন

গ. এক কোটি দিন

ঘ. ৫০০ কোটি দিন

উত্তরঃ গ

২৪। শতকরা ৫টাকা হার সুদের ১২০টাকা ৩বছরে সুদে -আসলে কত হয় ?

ক. ১৩৮টাকা খ. ১৩৭.৫০টাকা গ. ১৪৮টাকা ঘ. ১৩৫টাকা

উত্তর: ক

২৫। কোনো আসল টাকার ৪ বছরের সুদ, সুদাসলের ১/৬ অংশ। সুদের হার কত?

ক. ৬% খ. ৫% গ. ৭% ঘ.৪%

উত্তর: খ

২৬। একই হার মুনাফায় কোনো আসল ৭বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফঅ আসলে তিনগুণ হবে?

ক. ১১ খ. ১২ গ. ১৪ ঘ. ২১

উত্তর: গ

২৭। একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১ । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

ক. ২লিটার খ. ৪লিটার গ.৬লিটার ঘ. ১০লিটার

উত্তর: ক

২৮। ৬০লিটার ফরের রসে আম ও কমলার অনুপাত ২:১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ :২ হবে ?

ক. ৪০ খ. ৫০ গ. ৬০ ঘ. ৭০

উত্তর: গ

২৯। ৫ : ১৮ , ৭:২ , ৩:৬ এর মিশ্র অনুপাত কত?

ক. ৭২:১০৫ খ. ৭২:৩৫ গ.৩৫:৭২ ঘ. ১০৫:৭২

উত্তর: গ

৩০। যদি ৫:১০০, ৪:৬৪ হয় তবে ৪:৮০, ৩: ?

ক. ২৬ খ. ৫৪ গ. ৪৮ ঘ.৬০

উত্তর: গ

৩১। দুটি সংখ্যার অনুপাত ৩:৫ এবং একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?

ক. ৩০ খ. ৪০ গ. ৫০ ঘ. ৬০

উত্তর: ঘ

৩২। ১৫ গজ কাপড় রফিক ও মাসুদের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মাসুদ রফিকের অংশের দুইতৃতীয়াংশ পায় । মাসুদ কত গজ কাপড় পাবে ?

ক. ৩ গজ খ. ৫গজ গ. ৬গজ ঘ. ৯গজ

উত্তর: গ

৩৩।x>y এবং z<oহলে নিচের কোনটি সঠিক ?

a. az >yz

b. x/y>y/z

c. Z/x<z/y

d. xz <yz

ans:d

৩৪.পরমমান চিহ্ন ব্যবহার করে অসমতাটিকে প্রকাশ করুন :-3<x<2

a. I x + 1l <5

b. I x -1 l <5

c. l 2x+ 1l<5

d.l 2x-1l<5

Ans: c

৩৫। সুদের হার 7% থেকে কমে 5% হলে এক জনের আয় 5 বছরে 70 টাকা কমে যায় ।মূলধন কত?

ক)900 খ)800 গ)700 ঘ)500

উত্তর:গ

৩৬।যদি (x-y,3)= (0,x+2y) হলে (x,y) = ?

a. (1,1)

b,(1.3)

c.(-1,-1)

d.(-3,1)

Ans: a

Similar questions