Math, asked by rimisr465, 6 months ago

|মিটার + L
খ) সুবলের বাগানে একটি ৪ কিগ্রা, ৬০০ গ্রাম-এর কুমড়াে ফলেছে। সে ওই বড়াে কুমড়াের ৮০০ গ্রাম রাবেয়াকে, ১কিগ্রা,
২৫০ গ্রাম আমাকে ও ৬৫০ গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়াে সুবলের কাছে পড়ে রইল তা হিসাব করে
লেখাে।​

Answers

Answered by Anonymous
0

প্রদত্ত

কুমড়োর সর্বমোট ওজন = ৪ কিগ্রা ৬০০ গ্রাম

রাবেয়াকে দেওয়া হলো = ৮০০ গ্রাম

আমাকে দেওয়া হলো = ১ কিগ্রা ২৫০ গ্রাম

সুজনকে দেওয়া হলো = ৬৫০ গ্রাম

নির্ণেয়,

অবশিষ্ট কুমড়োর ওজন।

সমাধান,

এই গাণিতিক সমস্যাটি আমরা সহজেই নিম্নলিখিত উপায়ে সমাধান করতে পারি।

সমস্ত ওজনের মান গুলিকে শুধুমাত্র গ্রাম এককে পরিবর্তিত করে পাই,

কুমড়োর সর্বমোট ওজন = ৪ কিগ্রা ৬০০ গ্রাম = ৪৬০০ গ্রাম

আমি পেলাম = ১ কিগ্রা ২৫০ গ্রাম = ১২৫০ গ্রাম

(বাকি মানগুলো শুধুমাত্র গ্রাম এককেই রয়েছে)

বিলিয়ে দেওয়া কুমড়োর মোট ওজন = (৮০০+১২৫০+৬৫০) = ২৭০০ গ্রাম

অবশিষ্ট কুমড়োর মোট ওজন = ৪৬০০-২৭০০ = ১৯০০ গ্রাম = ১ কিগ্রা ৯০০ গ্রাম

অতএব, কিগ্রা গ্রাম কুমড়ো অবশিষ্ট রয়েছে

Similar questions