গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা
L
Answers
মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৭ম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার জন্য এবং পাঠের মূল্যায়ন করার জন্য মাউশি কর্তৃক ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে; ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২য় সপ্তাহের এই নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়।
বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য শ্রেণি ভিত্তিক আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের প্রয়োজনীয় অ্যাসাইনমেন্টগুলো না ডাউনলোড করেই এখান থেকে দেখতে পাবে এবং চাইলে সবার নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারবে।
প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে।
৭ম শ্রেণির প্রকাশিত ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখে নাও-
শ্রেণি-সপ্তম বিষয়: বিজ্ঞান
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
প্রথম অধ্যায়: নিম্ন শ্রেণির জীব ভাইরাস ও ব্যাকটেরিয়া এন্টামিবা
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
প্রশ্ন ১ : পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও এন্টামিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাক্টেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে।
- ক) এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
- খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
- গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
- ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন :
- ১। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
- ২। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন?
উদ্দীপকের প্রথম অনুজীবটি হল ভাইরাস যাহা ইনফ্লুয়েন্জা ভাইরাস , T₂ , পোটাটো মোজেইক ভাইরাস , টোবাকো মোজেইক ভাইরাস ইত্যাদি রোগের সৃষ্টি করে
ব্যাখা :
প্রশ্ন :
উদ্দীপকের প্রথম অনুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর
উত্তর :
উদ্দীপকের প্রথম অনুজীবটি হল ভাইরাস
ভাইরাসের সংজ্ঞা :
নিউক্লিয় প্রোটিন নির্মিত, অতি ক্ষুদ্র অকোষীয় রোগ সৃষ্টিকারী, বাধ্যতামূলক পরজীবী,কেবলমাত্র পোষককোষে প্রজনন ক্ষম, ইলেকট্রনিক অণুবিক্ষন যন্ত্রে দৃশ্যমান জীব ও ঝড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে ভাইরাস বলে ।
ভাইরাসের ধরন :
রোগ সৃষ্টির ধরন অনুযায়ী ভাইরাস তিন ধরণের। যথা
1. প্রাণী ভাইরাস - প্রাণী দেহে সংক্রমণ ঘটায়।
যেমন : ইনফ্লুয়েন্জা ভাইরাস
2. ব্যাক্টেরিওফাজ ভাইরাস - ব্যাকটেরিয়াকে আক্রমণ করে।
যেমন : T₂
3. উদ্ভিদ ভাইরাস - উদ্ভিদ দেহে সংক্রমণ ঘটায়।
যেমন :
তামাক গাছ - টোবাকো মোজেইক ভাইরাস
আলু গাছ - পোটাটো মোজেইক ভাইরাস
বিন গাছ - বিন মোজেইক ভাইরাস
ফুলকপি গাছ - ফুলকপির মোজেইক ভাইরাস
━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তর রাখা হয় কেন
https://brainly.in/question/46961635
2. শূন্যস্থান পূরণ করো :- ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের _______ ফলাফলের প্রয়োগ করা হয় ।
https://brainly.in/question/45686064