India Languages, asked by amulyadebbarma219, 3 months ago

letter writing to a friend in Bengali language​

Answers

Answered by sriyutha45
2
১৮ গলফ লিঙ্কস
নূতন দিল্লী
ডিসেম্বর ৩১, ২০০...
প্রিয় বান্ধবী গীতাঞ্জলি
আমরা সকলেই কুশলে আছি এবং আশাকরি তুমিও ভালাে আছে। আমাদের বাৎসরিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তাই আমরা অবসর যাপন করছি ও যেভাবে খুশী তা উপভােগ করতে পারি। এখন আমরা মনােরঞ্জনের চেষ্টা করলে কেউই বারণ করবে না। পরীক্ষা শেষ হওয়ার পরের সময়টা বিশ্রাম করার এবং আনন্দ উপভােগ করার।
তাই ২০০... সালের ৭ই জানুয়ারী প্লাজাতে সিনেমা দেখতে যাওয়ার ঠিক করা হয়েছে। এখন সেখানে একটা বিখ্যাত ইংরাজী সিনেমা ‘টাইটানিক’ চলছে। এই সিনেমাটি প্রচুর দর্শককে আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং প্রেক্ষাগৃহ প্রায় প্রতিদিনই পরিপূর্ণ থাকে। এই সিনেমাটিতে একটা জাহাজ ডােবার দৃশ্যকে প্রাণবন্ত করে তােলা হয়েছে। এই সিনেমাটা রােমাঞ্চকতায় ভরপুর। কঠোর পরিশ্রম এবং অনেকগুলি রাত জাগার পর এটা আমাদের কাছে কতটা সুখকর হতে পারে তা ভেবে দেখছাে কি? আমরা ঠিক দুপুর দুটোতে রওনা দেব এবং আমি তােমাকে আমার গাড়ীতে নিয়ে নেব। সুতরাং তুমি দয়া করে তৈরী থেকে আমার গাড়ী দুপুর দেড়টার সময় তােমার বাড়িতে পৌছে যাবে।
Answered by Sharma1998Atlanta
0
What kind of letter you want us to write? I meant is that for invitation or what ?
Similar questions