Biology, asked by joy034333, 9 months ago

কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে
(a) গুরু অনুপাত (b) লঘু অনুপাত (c) সাম্যানুপাত​

Answers

Answered by subratakumar1998
42

Answer:

(b)

Explanation:

যে অনুপাতে পূর্বপদ , উত্তরপদের তুলনায় ছোট , তাকে লঘু অনুপাত বলে !

যেমন, 3:7 অনুপাতের  পূর্বপদ 3, উত্তরপদ 7 এর তুলনায় ছোট ,সুতরাং  এটি লঘু অনুপাত !

Answered by Anonymous
0

কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে লঘু অনুপাত

উপরোক্ত উত্তরটিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য আমাদের একটি অনুপাতের বিভিন্ন অংশের সম্পর্কে জানতে হবে।

অনুপাতের বিভিন্ন অংশ :

  • ধরি, একটি অনুপাত হলো = x : y
  • এখানে, x = অনুপাতের পূর্বপদ
  • y = অনুপাতের উত্তরপদ

যদি কোন ক্ষেত্রে পূর্বপদ এর সংক্ষিপ্ত উত্তর প্রদেশ আংশিক মানে থেকে ছোট হয়ে যায় তাহলে সেই অনুপাতিক একটি লঘু অনুপাত বলে গণ্য করা হবে।

যেমন - ৩ : ৭ , ৫ : ৯ ইত্যাদি।

অতএব, আমরা লঘু অনুপাত সম্পর্কে আলোচনা করলাম।

Similar questions