Math, asked by dassubrata15, 10 months ago

কোনো অনুপাত এর পূর্বপদ<উত্তরপদ হলে, অনুপাত টি হবে a) গুরু অনুপাত b) লঘু অনুপাত c) সামান্যনুপাত d) অপ্রকৃত ভগ্নাংশ​

Answers

Answered by Anonymous
10

সমানুপাত ( Proportion ): - দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদের সমানুপাত বলে । যেমন 4 টাকা : 6 টাকা = 2 : 3; আবার 8 গ্রাম : 12 গ্রাম = 2 : 3; সুতরাং 4 টাকা : 6 টাকা ও 8 গ্রাম : 12 গ্রাম হলো সমান অনুপাত এদেরকে সমানুপাত বলে । সমানুপাতের পদগুলিকে সমানুপাতী বলে । a : b = c : d এখানে a, b, c এবং d কে সমানুপাতী বলে । সমানুপাতকে a : b : : c : d আকারে প্রকাশ করা হয়.সমানুপাতের প্রথম ও চতুর্থ পদকে বলা হয় প্রান্তীয় পদ ( extremes or end-terms ) এবং মাঝের পদগুলিকে বলে মধ্যপদ ( means or middle terms )। এখানে a এবং d কে বলে প্রান্তীয় পদ ও b এবং c কে বলে মধ্যপদ । আবার d কে a, b, c এর চতুর্থ সমানুপাতী বলে ।

Answered by biplabhalder7029
1

সমানুপাত

some anupat anupat

Similar questions