Math, asked by mayaislamm76, 6 months ago

১) হিসাববিজ্ঞান কী?<br />২) হিসাববিজ্ঞানের ২টি উদ্দেশ্য লিখ।<br />৩) ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা কর।<br />৪) হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের ১টি তালিকা প্রস্তুত?<br /><br />​

Answers

Answered by sanjayksingh879
1

Answer:

Plz mark me brainleast answer and follow me

Attachments:
Answered by shamimashimul9
0

Answer:

১। হিসাব বিজ্ঞান কী?

উত্তর: হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণী বদ্ধ, ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়।

২। হিসাব বিজ্ঞানের ২টি উদ্দেশ্য লেখ।

উত্তর: হিসাব বিজ্ঞানের ২টি উদ্দেশ্য নিচে দেওয়া হল-

১. হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।

২. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ, নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা লাভ করা আর একটি অন্যতম উদ্দেশ্য।

৩। ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা কর:

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অনেক।একটি ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবেনা।সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব।

৪। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর ১ তালিকা প্রস্তুত কর:

উত্তর: হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে দুই ভাগে ভাগ করা হয়।

১. অভ্যন্তরীন ব্যবহারকারী

২. বাহ্যিক ব্যবহারকারী

অভ্যন্তরীন ব্যবহারকারীরা হল-

ক. মালিক

খ. ব্যবস্থাপক

বাহ্যিক ব্যবহারকারীরা হল:

ক. ঋণদানকারী

খ. সরকার

গ. পাওনাদার

ঘ. কর্মচারী ও কর্মকর্তা

Step-by-step explanation:

যদি তুমি আমার উত্তর পছন্দ করে থাক তাহলে আবশ্যয় আমাকে Brainliest করবে।

Similar questions